Malda crime:২৮ কোটি টাকার ব্রাউন সুগার ও ৩২ লক্ষ টাকা নগদসহ এক ব্যক্তিকে গ্রেফতার কালিয়াচক থানা পুলিশের

Newsbazar24 :২৮কোটি টাকার ব্রাউন সুগার ও ৩২ লক্ষ নগদ টাকা এবং টাকা গোনার মেশিন সহ মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে বুধবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।।


জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাড়ির ওসি পুলিশ নিয়ে বামনটোলা এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে। কালিয়াচক থানার আইসি-কে খবর পাঠানো হলে তিনি পুলিশ সহ সেখানে উপস্থিত হন। এরপর এসডিওর কাছে কালিয়াচক থানা পুলিশের পক্ষ থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুটি করার জন্য অনুরোধ জানানো হয় সেই মোতাবেক কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সেখানে উপস্থিত হন। এরপর সকলে মিলে ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। জানা যায় ওই ব্যক্তির নাম সমীর শেখ (৩৪)। কালিয়াচক থানার পুলিশ তাকে সেখানে আটক করে তল্লাশি চালায় তার কাছ থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন কালার পাউডার যেগুলো একটি বালতিতে ভেজানো অবস্থায় ছিল। পুলিশের সন্দেহ এটা ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং ৩২ লক্ষ টাকার ভারতীয় নোট। ভিডিও কালিয়াচক এর উপস্থিতিতে পুলিশি অভিযানের সমস্ত ঘটনা ভিডিওগ্রাফি করা হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে তার সাথে আরও তিন জন ছিল। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কি উদ্দেশ্যে এত টাকা এবং এত প্রচুর পরিমাণে ব্রাউন সুগার তার বাড়িতে মজুদ ছিল তা অনুসন্ধান করার উদ্দেশ্যে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে আটক করা ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকার মতো।