Newsbazar 24: কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা, সরকারি মদতে সিআরআই-র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটির তালিকাভুক্ত করা হচ্ছে। এর প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর ডাকে বাংলা জুড়ে ১২ ঘণ্টার বনধ। মালদহের আদিবাসী অধ্যুষিত ব্লক গাজোলের বিদ্রোহী মোড়ে আদিবাসী সংগঠনের তরফে অবরোধ করা হয়েছে। মালদা-বালুরঘাট গামী ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, যান চলাচল ব্যাহত।রাস্তায় দাঁড়িয়ে সরকারি বাস সহ অন্যান্য যানবাহন। তবে সংগঠনের তরফে জানানো হয়েছে, মালদহের গাজোল, চাঁচলের সামসি, বামনগোলার পাকুয়া এবং হবিবপুরের আইহো এই সমস্ত এলাকায় শুরু হয়েছে আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ।অন্যান্য জায়গার পাশাপাশি, গাজোলের কদুবাড়ি মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীদের সংগঠন। সকাল দশটা নাগাদ এই অবরোধ কর্মসূচি চলতে থাকে। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। সরকারি বেসরকারি বাস আটকে রাস্তায় এবং অন্যান্য যানবাহন সহ স্কুল কলেজের পড়ুয়ারা সমস্যা পড়েন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন মালদহ জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, কুড়মি সম্প্রদায়ের মানুষজনেরা তপশিলি উপজাতিতে নথিভুক্ত হওয়ার জন্য তত্পর হয়ে উঠেছে। তারই প্রতিবাদে আদিবাসীদের যৌথ সংগঠনের উদ্যোগে ১২ ঘন্টার বাংলা বনধ। জানা গেছে শুধু মালদা নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ অন্যান্য জায়গাতেই অবরোধ করেছে আদিবাসীরা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের চৌরঙ্গীতেও অবরোধে আটকে পড়েন বহু মানুষ।