Newsbazar 24 :মালদহের কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে রোগীদের সুবিধার্থে দুটি পরিষেবা প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিষেবা মূলক প্রকল্প গুলো হলো বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালকে ব্লক প্রাথমিক হেলথ ইউনিটে পরিনত করা। ও বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা গেছে এই দুটি প্রকল্পের জন্য মোট ৬৪ লক্ষ টাকা খরচ করা হয়েছে।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক,স্বাস্থ্য কর্মী থেকে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ।এই বিষয়ে
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও আশীর্বাদে বাঙ্গিটোলা হাসপাতালে দুটি পরিষেবা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালকে ব্লক প্রাথমিক হেলথ ইউনিটে পরিনত করা হয়েছে পাশাপাশি একটি বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এই দুটি প্রকল্পে মোট ৬৪ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।এই দুটি প্রকল্প রোগীদের এবং তাদের আত্মীয়দের স্বার্থের কথা ভেবেই তৈরি করা হয়েছে।ব্লক প্রাথমিক হেলথ ইউনিটটি তৈরি করতে খরচ হয়েছে ৫৫ লক্ষ টাকা। বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজটি তৈরি করতে খরচ হয়েছে ৯ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালের এই পরিষেবা উদ্বোধন হওয়ায় মানুষ খুবই খুশি। তিনি আরও বলেন জেলার ক্ষেত্রে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবার অনেক গুরুত্ব বেড়েছে। এই এলাকাতে গঙ্গা নদী অবস্থিত। গঙ্গার ওপারে ঝাড়খন্ড রাজ্য । ওপার থেকে প্রতিদিনই বহু রোগী ও তার পরিবারের লোকেরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। এক্ষেত্রে ব্লক প্রাথমিক হেলথ ইউনিট তৈরি হওয়াতে মানুষ অনেক বেশি পরিষেবা পাবেন। সর্বোপরি মোট ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এই দুটি প্রকল্পের আজকের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্পূর্ণ কাজটি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়।