Newsbazar24 :১৮৫৫ সালের ৩০ শে জুন আদিবাসী সম্প্রদায়ের সিধু, কানু, চাঁদ, এবং ভৈরবের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আন্দোলনে নেমেছিলেন। এরপর থেকে এই দিনটিকে হুল দিবস উপলক্ষে পালিত হয়ে থাকে।
গোটা রাজ্যের সাথে মালদাতেও নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হল হুল দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের অমর শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের দিশারী বীর সিধু কানু স্মরণে হুল দিবস পালিত হলো মালদহের হবিবপুর ব্লকে। এই উপলক্ষে এদিন প্রথমে হবিবপুর রাইস মিল মাঠে অবস্থিত সিধু-কানুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আদিবাসী সমাজের বিশিষ্টরা। এরপর তারা আদিবাসীদের নিয়ে পদযাত্রা করে হবিবপুর জিতুমঞ্চে পৌঁছান। সেখানে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে হুল দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহকারি সভাধিপতি রফিকুল ইসলাম, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক চৈতালী দত্ত, বিশিষ্ট সমাজসেবী কিস্টু মুর্মু সহ আরও অনেকেই। এদিন এই অনুষ্ঠানে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আদিবাসী সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়। আদিবাসী সমাজের সকল মানুষদের উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হয় হুল দিবস।
Home পশ্চিমবঙ্গ মালদা Malda:মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় মহাসমারোহে পালিত হল ঐতিহাসিক হুল...










