কার্তিক পাল, Newsbazar 24: বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রের ঠিকানা মালদহ জেলা। পাশাপাশি মালদহ জেলার আম ও জগৎবিখ্যাত। জেলার এই পর্যটন এবং আম শিল্পকে দেশব্যাপী উজ্জীবিত করার লক্ষ্যে ও সাধারণ মানুষের সাথে পুলিশের যোগাযোগকে আরো সুদৃঢ় করার জন্য অভিনব উদ্যোগ জেলা পুলিশের। মালদহে জেলা পুলিশের উদ্যোগে শুরু হতে চলেছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যার নাম দেওয়া হয়েছে ‘গৌড় মালদা ম্যারাথন’। শুরু হবে আগামী ৫ই ফেব্রুয়ারি। তিন দফায় এই ম্যারাথন প্রতিযোগিতা চলবে।
পুরস্কারের এর অর্থ মূল্য থাকছে প্রচুর। প্রথম পুরস্কার বিজেতা পাবেন এক লক্ষ টাকা নগদ পুরস্কার। যেহেতু পর্যটন শিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে এই ম্যারাথন তাই জেলা সদরকে দূরে সরিয়ে রেখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালদার অন্যতম পর্যটনকেন্দ্র গৌড়ের চারপাশ জুড়ে।
জেলা পুলিশের পরিচালনায় এই সর্বপ্রথম গৌড় মালদা ম্যারাথনের আয়োজন হচ্ছে মালদহে। চারটি বিভাগ থাকছে এই ম্যারাথনে। প্রতিটি বিভাগে পুরস্কারের আর্থিক মূল্য চোখে পড়ার মতো। এরমধ্যে ২১.১ কিলোমিটার পুরুষ ও মহিলা ম্যারাথনে প্রথম পুরস্কার বিজয়ীরা পাবেন নগদ এক লক্ষ টাকা করে পুরস্কার এছাড়াও সুদৃশ্য মেডেল। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের জন্য থাকছে ৫০ ও ২৫ হাজার টাকার নগদ পুরস্কার ও মেডেল। পাশাপাশি ১০ কিলোমিটার পুরুষ ও মহিলা এবং ১০ কিলোমিটার সশস্ত্র বাহিনীর জওয়ানদের এই দুই বিভাগেও ম্যারাথন অনুষ্ঠিত হবে। এই দুটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকার নগদ পুরস্কার। ওই তিনটি বিভাগ ছাড়াও একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে ৫ কিলোমিটার দীর্ঘ আমন্ত্রণমূলক ম্যারাথনের। এখানে সর্বস্তরের মানুষ এমনকি প্রবীণ ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারবেন।
বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গৌড় মালদা ম্যারাথনের, ম্যাসকট জার্সি, পদক ও লোগোর আনুষ্ঠানিক প্রকাশ পর্ব হয়। প্রকাশ করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ম্যারাথনের উদ্বোধনীতে চমক থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এই ম্যারাথনের অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায়। মালদা ম্যারাথনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে। এই ম্যারাথনের অংশগ্রহণের জন্য হেল্প লাইন থাকছে । শুধু মালদহ বা এরাজ্য নয়, ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে প্রতিযোগীরা গৌড় মালদা ম্যারাথনে অংশ নিতে পারবেন বলে জানান পুলিশ সুপার ।