কার্তিক পাল, Newsbazar24: মালদহের ঐতিহ্যবাহী শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআরএমবি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বহরমপুর সবুজ সংঘ। রবিবার দুপুরে তারা ফাইনালে শিলিগুড়ি অগ্রগামী সংঘ কে ৯৩ রানে পরাজিত করে। এদিনের ফাইনালে শিলিগুড়ি অগ্রগামী সংঘ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩০ ওভারে বহরমপুর সবুজ সংঘ ৬ উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে। বহরমপুর সবুজ সংঘের সর্বোচ্চ রান করেন মোহাম্মদ ফিয়াজ। তিনি ৪৫ বলে ৬২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি অগ্রগামী সংঘ মাত্র ২৫.৫ ওভারে ১২২ সনে সকলে আউট হয়ে যান ফলে বহরমপুর সবুজ সংঘ ৯৩ রানে জয়ী হয়। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বহরমপুর সবুজ সংঘের তৌফিকউদ্দিন মন্ডল। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন বহরমপুর সবুজ সংঘের রাজকুমার পাল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ টাকা তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ বসাক, জেলা ক্রীড়া সংস্থার সচিব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল ডিস্টিক স্পোর্টস ফেডারেশনের কর্মকর্তা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার সচিবগণ ও টুর্নামেন্টের মূল উদ্যোক্তা দেবব্রত সাহা। অনুষ্ঠানে বিশ্বরূপ বসাক উদ্যোক্তাদের কাছে আহ্বান জানান আগামী দিনে বড়দের পাশাপাশি জুনিয়রদের একটি টুর্নামেন্ট করার জন্য। এ ব্যাপারে এসআরএমবির পাশাপাশি তিনি জেলার অন্যান্য বাণিজ্যিক সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য আবেদন জানান। কালিতলা ক্লাবের ক্লাবের সম্পাদক ও টুর্নামেন্টের মূল উদ্যোক্তা দেবব্রত সাহা জানান, বিগত ৮ই জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার ১৫টদল সহ প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি দল নিয়ে। এদিন ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলায় জয়ী হয় বহরমপুরের সবুজ সংঘ।