Malda:!কালবৈশাখী ঝড়ে তান্ডব, ক্ষতিগ্রস্ত মালদহের বিস্তীর্ণ এলাকা

Newsbazar24 :শনিবার গভীর রাতে ও রবিবার ভোরের কালবৈশাখীর তাণ্ডবে দিশেহারা মালদহের বিস্তীর্ণ এলাকার মানুষ।ঝড় ও বৃষ্টিতে কোথাও কোথাও উড়ে গিয়েছে ঘরের চাল, কোথাও উপড়ে পড়ছে গাছ। মালদহে বেশ কিছু আমের ক্ষতি হয়েছে। চৈত্রের শেষে ক্ষতির মুখে মালদহের আম চাষিদের একাংশ।
রবিবার ভোরের দু’ঘন্টা ঝড়ে চাঁচল মহকুমার রতুয়া, হরিশ্চন্দ্রপুর সহ মালদহ জেলার ছয়টি ব্লক ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে।
উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমাজুড়ে এবছর ৯ হাজার ৮৬১ হেক্টর বাগানে আম চাষ হচ্ছে। চাঁচল মহকুমার উদ্যান পালন দপ্তরের আধিকারিক অরিন্দম ভুঁইয়া বলেন, এবছর মুকুল ভালোই এসেছে। ফলে আম ঝরে পড়লেও ফি বছরের তুলনায় উৎপাদন একই থাকছে।
হরিশ্চন্দ্রপুরে ভুট্টা খেত ও কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ভালুকাগামী রাজ্য সড়কে রাঙ্গাইপু্র এলাকায় রাস্তায় ১১ ও ৩৩ হাজার ভোল্টের তারের উপর্যএ্য্য ভেঙে পড়ে একটি বড় গাছ। হেলে পড়েছে খুঁটি। বারো ঘণ্টা পর রাস্তা থেকে সরানো হয় গাছটি। বিভিন্ন এলাকায় সারাদিন বিদ্যুৎ ছিল না।
ঝড়ে মানিকচকের এনায়েতপুরে দুটি ঘরের চাল উড়ে যায়। মাথায় ইট পড়ে এক শিশু কন্যা জখম হয়েছে। মানিকচকের আমচাষিরাও ক্ষতিগ্রস্ত। মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী বলেন,ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করে প্রশাসনিক সহায়তা তুলে দেওয়া হবে।
শনিবার গভীর রাতে ঝড়ে গাজোল -১ গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লিতে একটি ক্লাব ঘরের টিনের চাল উড়ে যায়। ঝোড়ো হাওয়ায় তছনছ সেখানকার বেশ কয়েকটি বাড়ি। যদিও গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, ক্ষয়ক্ষতির কোনও রিপোর্ট আমাদের কাছে নেই।
চৈত্রের শেষের এই ঝড়ে ক্ষতির মুখে মালদহের আম চাষিরা। গাছ থেকে ঝরে পড়েছে পরিপক্ক আমের গুটি। ঝড়ে বেশিরভাগ গাছের আমের গুটি পড়ে গিয়েছে। এবার ফলন কতটা হবে তা নিয়ে চিন্তায় আমচাষিরা