Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Malda:ইংরেজবাজার পৌরসভার২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুলাল সরকারের উদ্যোগে বসন্ত উৎসব

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:মালদহের ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার ও চৈতালি ঘোষ সরকার, সুকান্ত স্মৃতি সংঘ এবং একটি নৃত্য সংস্থার সহযোগিতায় আয়োজিত গতবারের ন্যায় এবারেও আয়োজিত হল বসন্ত উৎসব। মঙ্গলবার সকালে মালদা শহরের মহানন্দা পল্লী এলাকা থেকে রবীন্দ্রনাথের দোল উৎসবের গানের সঙ্গে তাল মিলিয়ে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে গোটা এলাকা পরিক্রমা করে স্থানীয় সুকান্ত পল্লী শিশু উদ্যানের মাঠে প্রবেশ করে। এই শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার, নৃত্যশিল্পী দেবরাজ ভৌমিক সহ অন্যান্য শিল্পী ও ওয়ার্ড কমিটির সদস্যরা।
শিল্পীদের সঙ্গে ডান্ডিয়া নৃত্য করেন কাউন্সিলর দুলাল সরকার। ডান্ডিয়া নৃত্যর মাধ্যমে বসন্ত উত্‍সবে অংশ নেয় ক্ষুদে শিল্পীরাও। প্রভাত ফেরির পাশাপাশি স্থানীয় শিশু উদ্যানে নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই নিত্য সংস্থার শিল্পী ও স্থানীয় শিল্পী সমন্নয়ে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বসন্ত উৎসব। কচিকাঁচা শিল্পীরা বসন্তের সাজে নাচে অংশগ্রহণ করে। সকাল থেকেই মাঠ জুড়ে চলে নাচ গান। বসন্ত উৎসব উপলক্ষে নাচ গান শেষ হলে শুরু হয় রঙের খেলা। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে। এ বিষয়ে কাউন্সিলার দুলাল সরকার বলেন, একটি নৃত্য সংস্থা, সুকান্ত স্মৃতি সংঘের সহযোগিতায় এবং ২২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও এলাকাবাসীর কথা মাথায় রেখে বসন্ত উৎসবের আয়োজন করা হল। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং নৃত্য সংস্থার শিল্পীরা নাচে গানে ভরিয়ে তোলে। নৃত্য সংস্কার কর্ণধার দেবরাজ ভৌমিক বলেন, দুলাল সরকার আমার কাকুর মত। ওনার নির্দেশেই এলাকাবাসীকে বসন্ত উৎসবে আনন্দ দিতে এবং স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এক কথায় বলা যায় এই অনুষ্ঠানের সামিল হতে পেরে খুশি এলাকাবাসী।
*কার্তিক পালের প্রতিবেদন*

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin