Monday , 9 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বাড়িতে তৈরী করে নিন ভিটামিন সি সিরাম – ত্বক সম্পূর্ণ সুস্থ থাকবে 

প্রতিবেদক
demo desk
June 9, 2025 12:46 pm

Newsbazar24:

 

বয়স হলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু এখন অল্প বয়সেই মুখে মেচেতা পড়তে দেখা যায়। কম বয়সে হওয়া মুখভর্তি ব্রণের দাগও রয়ে গিয়েছে। নিয়মিত অযত্নের ফলে আরও যা যা হওয়ার হচ্ছে। বিশেষ করে শীতকালে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। নামী-দামি ডে-নাইট ক্রিম মুখে মেখে ত্বকের যত্নের বদলে ফেস সিরামে বিশ্বাস রাখুন। একটি সেরামেই ত্বকের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। আর সেই সেরাম হল ভিটামিন সি ফেস সেরাম। বাজারচলতি বিভিন্ন ব্র্যান্ড হোক বা বাড়িতে তৈরি, ভিটামিন সি সিরাম ত্বকের জন্য ভীষণ উপকারী। এমনকি ত্বকের নিজস্ব প্রোটিন বা কোলাজেনের উৎপাদন বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই প্রসাধনীটি।

 

বাড়িতে ভিটামিন সি সিরাম তৈরি করতে কী কী লাগবে? উপকরণ: ২ টেবিল চামচ অ্যাসকরবিক অ্যাসিড, ২ চা চামচ পরিস্রুত জল, ২ চা চামচ গোলাপজল, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১টি ভিটামিন ই ক্যাপসুল। প্রথমে পরিষ্কার, বায়ুরোধী একটি কাচের শিশি জোগাড় করুন। এ বার তার মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড, গোলাপজল, পরিস্রুত জল সঠিক অনুপাতে মিশিয়ে নিন। তার পর গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই সিরাম তৈরি যাবে। দিনে দু’বার এই সিরাম মাখা যেতে পারে। রাতে শোয়ার আগে ভাল করে মুখ পরিষ্কার করে ভিটামিন সি সেরাম মাখতে পারেন। তার পর অবশ্যই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার মাখবেন। দিনের বেলা সেরাম মাখার পর সানস্ক্রিন মাখা যেতে পারে।

সর্বশেষ - ব্যবসা