news bazar24:
এখন ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপ আরো যেন চিন্তা বাড়িয়ে দিচ্ছে মানুষের। একদিকে যেমন হাসপাতালে আক্রান্তির সংখ্যা বাড়ছে তেমন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তালিকায় রয়েছেন বৃদ্ধ থেকে শিশু সকলেই। এই সময় শিশুদের জ্বর হলে অভিভাবকদের বাড়তি সতর্কতা গ্রহণ করতে বলছেন চিকিৎসকরা। আসুন জেনে নেওয়া যাক শিশু যাতে অসুস্থ না হয় তাহলে ঠিক কি কি করবেন আপনি।
ডেঙ্গির হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই ফুল হাতা জামা পরানো উচিত। যখনই স্কুলে যাবে তখনই মশা মারার ক্রিম গায়ে মাখিয়ে দিতে হবে।
অভ্যাস না থাকলেও শিশু আর নিজের স্বাস্থ্যের কথা ভেবে বর্ষার সময় মশারির ভেতর ঘুমানোর অভ্যেস তৈরি করতে হবে।
বাড়ি চার পাশে যাতে কোনোভাবে জল না জমতে পারে সেই দিকে নজর রাখতে হবে আপনাকেই।
ভেষজ কোন ধূপের প্রয়োগ করে মশা তাড়াতে পারেন অথবা ইউক্যালিপটাস তুলসী লেমন গ্রাস এই সমস্ত গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন।।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ত্বক জাতীয় ফল পালং শাক বাদাম এই সমস্ত খাবার খাওয়াতে পারেন রোজ। পাশাপাশি জাতি শিশুর রোজ বেশি করে জল খায়। সেইদিকেও নজর দিতে হবে আপনাকে।