news bazar24:
বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে। কখনো কমেডিতে তো কখনো সিরিয়াস চরিত্র করতে দেখা গেছে। কথা হচ্ছে অভিনেতার রুদ্রনীল ঘোষের, তবে এতদিন পর্যন্ত দুটি রূপে তাকে দেখা গেলেও এবার কিন্তু তার জীবনে আসতে চলেছে নতুন চ্যালেঞ্জ।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী জানা গেছে, এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। এই চরিত্রটি কে কেন্দ্র করেই তৈরি হবে নতুন সিরিজ। এই সিরিজটির পরিচালক হলেন সায়ন্তন মুখোপাধ্যায়।
সাধারণত গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি রুদ্রনীলকে, তবে অভিরূপ ঘোষ পরিচালিত কে, দ্যা সিক্রেট আই ছবিতে দেখা গিয়েছিল রুদ্রনীলকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে।
তবে নতুন যে সিরিজটি আসতে চলেছে সেটিতে রয়েছে অনেক চমক। এখানে বাংলার সাহিত্য নির্ভর করে অনেক গোয়েন্দার ছড়াছড়ি। তবে জানা গেছে যে এই গোয়েন্দা কিন্তু অন্যরকম গোয়েন্দা নয়, কলকাতা পুলিশের অতীতের এক গোয়েন্দার কার্যকলাপের কথা মাথায় রেখে এই সিরিজটি তৈরি করা হচ্ছে। এই সিরিজটির নৈপথে্্য রয়েছে ১৯৫৪ সালের একটি চর্চিত বাস্তব ঘটনা। সায়ন্তন আগে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি করেছিলেন “আমি সৌমিত্র”।