news bazar24:
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ এবার টিআরপি তালিকায় বেশ পিছিয়ে পড়েছে। প্রথম দশে স্থান করতে পারেনি। প্রথম তিনে রয়েছে যে তিনটি সিরিয়াল সেগুলি হল অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, ফুলকি। এই তিনটি সিরিয়াল বেশ কয়েক মাস ধরে নিজের জায়গা ধরে রেখেছে। তবে মাঝেমধ্যে পরিবর্তন না হলে একঘেয়েমিতা এসে যায়।
প্রথম পাঁচের মধ্যে স্থান করতে পারলেও এখন অনেকটাই পিছিয়ে পড়েছে রাঙা বউ সিরিয়ালটি। তবে বর্তমানে সব থেকে বেশি টিআরপি বেশি রয়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটিতে কারণ সিরিয়ালে একের পর এক আসছে টুইস্ট। এই সিরিয়াল বর্তমানে ৮.৭ নম্বর পেয়েছে। এছাড়াও রয়েছে জগদ্ধাত্রী যার টিআরপি ৮.২ ফুলকি যার টিআরপি ৭.৯। উল্লেখযোগ্য জায়গা ধরে রেখেছেন নিম ফুলের মধু তার প্রাপ্ত নম্বর ৭.৮৫ নম্বর। পঞ্চম স্থানে রয়েছে সিরিয়াল সন্ধ্যাতারা তার টিআরপি ৭.৩। তবে মাঝেমধ্যে জায়গা বদল হলে বেশ মন্দ লাগে না।