Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Kolkata News: টানা তিনবার রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এম আর বাঙ্গুর

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: টানা তিনবার রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এম আর বাঙ্গুর হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীন ‘ন্যাশনাল হেল্থ সিস্টেম রিসোর্স সেন্টার’-এর গাইডলাইন মেনে এই পুরস্কার পেল তাঁরা। দেশের হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার ওপর নিয়মিত নজরদারি চালায় এই সংস্থা। এই প্রকল্পের নাম ‘সুশ্রী কায়াকল্প’। এই প্রকল্পে মা ও শিশুর মৃত্যু হার কমানো, হাসপাতালের আউটডোর, ইনডোর, অপারেশন থিয়েটার এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রের দেওয়া গাউডলাইন মেনে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রাথমিক থেকে জেলা স্তর পর্যন্ত সমস্ত হাসপাতালগুলির মূল্যায়ন করে। সেই মূল্যায়নে এম আর বাঙ্গুর টানা ৩ বার একনম্বর জায়গাটি ছিনিয়ে নিল। শুক্রবার ২০২২-২৩ সালের ‘সুশ্রী কায়াকল্প’ প্রকল্পের ফল প্রকাশ করছে রাজ্য স্বাস্থ্য দফতর। তালিকায় ছিল ১৩টি জেলা হাসপাতাল, ৩০টি সাব ডিভিশন হাসপাতাল, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৫৭৬টি প্রাথমিক হেলথ সেন্টার। ২০২১ সালে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল বাঙ্গুর। গত বছর শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই তকমা পেয়েছিল তাঁরা। ফের চলতি বছরেও প্রথম হল এম আর বাঙ্গুর। 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin