news bazar24 : টুনি লাইট এখন অতীত । ডিজিটাল লাইটে সেজে উঠুক আপনার বাড়ি । কারণ সামনেই দীপাবলি , দেশ জুড়ে আলোর উৎসবের প্রস্তুতি তুঙ্গে। দীপাবলি মানেই লক্ষ্মীর আরাধনা, মিষ্টিমুখ সঙ্গে আলো আর আলো দিয়ে ঘর বাড়ি সাজানো ।
ইতিমধ্যেই ডিজিটাল লাইটের বাজার জমে উঠেছে কলকাতা সহ বিভিন্ন জেলায় ।আগে যেখানে টুনি লাইটের দাম, ওয়াটেজ ও টেকসয় নিয়ে প্রশ্ন থাকতো , সেই আন্দাজে ডিজিটাল লাইটের ওয়াটেজ ও দাম নেই বললেই চলে। ফলে সাধারণ মানুষ এখন বেশি আগ্রহ দেখাচ্ছে এই ডিজিটাল লাইটের দিকে। মালদার রথবাড়ী চাইনা বাজারে এদিন দেখাগেলো হাজার রকমের আলো । ২৫ -৫০০টাকা দামের মধ্যেই অনেক ধরনের ডিজিটাল লাইটের পসরা সাজিয়ে বসে আছে বিক্রেতারা ।
বলা বাহুল্য , ইতি মধ্যেই সেজে উঠেতে শুরু করেছে শহর। শহর কিম্বা গ্রাম অলিগলিতে ফ্ল্যাট হোক কিংবা বাড়ি— সব জায়গাতেই এখন ডিজিটাল লাইটের কিম্বা এলইডির বাড়বাড়ন্ত।
আশাকরি আপনিও দীপাবলি বা কালী পুজোয় হরেক রকম আলো দিয়ে ঘর সাজানোর কথা ভাবছেন ? কিন্ত কোথায় সস্তা অথচ
চাঁদনি মার্কেট: রকমারি আলো সস্তায় পাইকারি দরে ব্যবসা বা নিজের জন্য কিনতে হলে এক বার ঢুঁ মারতে পারেন চাঁদনি চক মার্কেটে। নানা ধরনের ডিজিটাল লাইট হোক কিংবা প্রদীপ আলো, মৌমাছি বাতি হোক কিংবা পদ্মফুলের মতো দেখতে ঘূর্ণি আলো— চাঁদনি বাজারে বিভিন্ন রকমের লাইট দেখতে পারবেন আপনি। আবার এসি কারেন্ট নয়, মোবাইল বা ল্যাপটপের চারজার দিয়ে জ্বলবে ডিসি লাইটের সম্ভারও পাবেন এখানে ।
প্রদীপ জ্বলবে তেল ছাড়াই। জল ব্যবহার করেই জ্বালাতে পারবেন সেই আশ্চর্য প্রদীপ। এমন প্রদীপও যদি ঘরে আনতে চান যেতে হবে চাঁদনিতে।
এজরা স্ট্রিট: কালিপুজার জন্য লাইট কিনতে যেতে পারেন এই বাজারেও। সাধারণ বাজারি দোকানের তুলনায় প্রায় অর্ধেক দামে এই বাজারে বিভিন্ন ধরনের আলো পেয়ে যাবেন আপনি। ফুল, চকোলেট বোমা, তারা— টুনি ও ডিজিটাল লাইটের হরেক রকম সম্ভার মিলবে এই বাজারে। এ ছাড়াও পাবেন ডিস্কো লাইট, আকাশ প্রদীপ, বা জলের প্রদীপ লাইটের মতো হরেক রকম লাইট মিলবে এই বাজারে।
গড়িয়াহাট মার্কেট: আপনার যদি দক্ষিণ কলকাতায় বাড়ি থাকে তবে চাঁদনী বাজারে যাবার আগে ঢুঁ মারতে পারেন গড়িয়াহাট মার্কেটে । রকমারি লাইটের সম্ভার মিলবে এই বাজারেও । বিভিন্ন ধরনের ডিজিটাল লাইট, টুনি, স্ট্রিপ লাইট পেয়ে যাবেন এখানে। লাইট ছাড়াও এই বাজারে হরেক ধরনের দীপাবলি স্পেশাল মোমবাতি নজর কাড়বে আপনার।এখানে মিলবে লাড্ডু কিংবা বরফির আকারে মোমবাতি ।
নাগেরবাজার: নাগেরবাজারে কয়েকদিনের জন্য ব্রিজের নীচেও দেওয়ালির আগে বসে লাইটের বাজার। বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় এখানে। টুনি থেকে এলইডি সব কিছুই পাবেন । তবে অবশ্যই দরদামের সুযোগ খুঁজবেন ।
যাদবপুর: যাদবপুরের ৮ বি বাজারে বিভিন্ন ধরনের লাইটের সম্ভার নিয়ে বসেছেন একাধিক বিক্রেতা।আগেকার দিনের প্রদীপের আকারের টুনি হোক কিংবা মঙ্গল ঘট, কিম্বা বিভিন্ন ধরনের ডিজিটাল লাইট, হুবহু মোমবাতির মতো দেখতে আলো হোক কিংবা ঝাড়বাতির মতো দেখতে লাইট— সবই পাবেন এই বাজারে।
তবে দেরি কেন পুজোর আগেই কিনে নিন আপনার পছন্দ ও চাহিদামত লাইট । আর অবশ্যই ইলেকট্রিক তারের ওপেন জায়গায় টেপ ব্যবহার করবেন।