news bazar24: বাজি মেলা করেও আটকানো গেলো না শব্দ বাজি । ভূত চতুর্দশীর রাত থেকেই পাড়ায় পাড়ায় শব্দবাজি ফাটতে শুরু করেছিল ইংরেজ বাজার শহর থেকে ব্লক গুলিতে । আর কালী পুজোর রাতের দিকে যার মাত্রা অনেকটাই বেড়ে যায় বলে বাসিন্দাদের অভিযোগ। যদিও মালদা মার্চেন্ট ও জেলা প্রশাসনের এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।
মালদার এক পাইকারি বাজি বিক্রেতার দাবি, এবার ইংরেজ বাজারে কোন খুচরো দোকানদারকে বাজি দেওয়া হয়নি , এছাড়া সবুজ বাজি দামি। তাই খুচরো ব্যবসায়ীদের সিংহভাগই এ বারে বাজি বিক্রি করতে পারেননি।
তা হলে পাড়ায় পাড়ায় দুমদাম শব্দে যা ফাটছে, সে সব কী ? পুলিশের এক কর্তার কথায়, ‘‘সে সব বাজি বাজারে কেনাবেচা হয়েছে কি না, তার নিশ্চয়তা নেই। আমাদের কাছে খবর এলেই হানা দেওয়া হত। কিন্তু কোন অভিযোগ আসেনি। তাই কিভাবে শব্দ বাজি মানুষের হাতে এলো সেটা বাজি ব্যবসার সাথে যারা যুক্ত তারাই বলতে পারবে ।