Newsbazar24:উপনির্বাচনেও অশান্তির ছোঁয়া। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৫ শতাংশ। বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়েছিল ৬৫.০৭ শতাংশ।
ভোটারদের নিয়ে পারাপারের সময় ভৈরবী নদীতে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে আটকে পড়েন ভোটাররা।
চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বৃষ্টিস্নাত সকালে শুরু হয়েছিল ভোট। লাইনে কম লোক দেখা গিয়েছিল কিন্তু বৃষ্টি একটু কমতেই কালীগঞ্জ বিধানসভার একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন।
ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”
সকাল ন’টা নাগাদ পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনের ভোটকেন্দ্রে ভোট দিয়ে কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আরও বেশি সংখ্যক মানুষকে বুথে এসে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তিনি বলেন, “উন্নয়নমুখী কালীগঞ্জ গড়ে তুলতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন।” বৃষ্টি কমলে ভোটদানের হার আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি। বিরোধী বিজেপিকে আলিফার কটাক্ষ, “ওরা এজেন্ট বসাতে পারছে না। তার জন্য আমরা কী করতে পারি?”
বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এই উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান করে তিনি বলেন, “আবহাওয়া খুবই ভাল। কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল, তাই বৃষ্টি হওয়া ভাল খবর। নিরাপত্তাও ভাল আছে। ভোট শান্তিপূর্ণ হবে।”
কালীগঞ্জের একাধিক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ফ্ল্যাগ-ফেস্টুন খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকরা। অন্য দিকে, অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে। ফোন পাহারার দায়িত্বে কমিশন নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা।
২১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। এখন সকলের নজর আগামী সোমবারের দিকে কারণ সেদিন ফলাফল ঘোষণা হবে।










