এই মুহূর্তে রুশ নাগরিকদের পাকিস্তানে যেতে নিষেধ করলো রুশ সরকার 

Newsbazar24 :

 

পহেলগাঁও কাণ্ডের পড়ে ভারতের পাশে থেকে রাশিয়া তীব্র নিন্দা করেছে ওই ঘটনার। এবার রুশ নাগরিকদের পাকিস্তানে যেতে নিষেধ করলো। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যাতে স্পষ্ট লেখা হয়েছে, ” আমরা সুপারিশ করছি যে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত রাশিয়ান নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান সফর থেকে বিরত থাকতে হবে।” রাশিয়ান দূতাবাসের তরফে জারি করা এই বিবৃতি নিয়েই এখন জোর চর্চা আন্তর্জাতিক আঙিনায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, গোটা পরিস্থিতি দেখে রাশিয়াও মনে করছে পাকিস্তান এই মুহূর্তে রুশ নাগরিকদের যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নয়। একেই পাকিস্তান নিজেদের আভ্যন্তরিন গন্ডগোলে দীর্ণ। তারমধ্যে তারা শুরু করেছে ভারতের সঙ্গে শত্রুতা।

 

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে। ইতিমধ্যেই কাশ্মীরে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ফুঁসছে গোটা দেশ। কড়া বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ বলছেন, এমন জবাব দেব, কল্পনাও করতে পারবেন না। কোনওভাবেই ছাড় পাবে না সন্ত্রাসবাদীরা। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এই আবহে রাশিয়ার জারি করা অ্যাডভাইজারি আন্তর্জাতিক মহলে পাকিস্তানের উপর চাপ যে আরও বাড়াবে তা বলাই বাহুল্য। এখন দেখার পাকিস্তানের পক্ষ থেকে এর কোনো প্রতিক্রিয়া আসে কিনা!