Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

কোবিডের বাড়বাড়ন্তের মধ্যেও চার পুরসভার নির্বাচন নির্দিষ্ট দিনে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar 24:: কয়েক দিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা। অথচ এই সংক্রামনের মধ্যেও চিকিৎসক এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল নির্দিষ্ট দিনেই হবে চার পুরসভার নির্বাচন।চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল এই চার পুরসভার ভোট  পিছোচ্ছে না বলেই জানিয়েছে কমিশন।

সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগমের সঙ্গে চার পুরসভার ভোট নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।  সেই বৈঠকেই স্থির হয় নির্ধারিত দিনেই হবে চার পুরসভার ভোট।

নির্বাচন কমিশনার জানালেন এদিন পুরভোটের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে তাই ভোট বন্ধ করা হচ্ছে না ।তবে ভোট প্রক্রিয়া এবং প্রচারের ক্ষেত্রে বেশ কিছু বিধি লাগু করল কমিশন।

কি কি বিধি নিষেধ জারি হল, আসুন এক নজরে দেখে নেওয়া যাক:-

(১) প্রতিটি পুরসভা এলাকায় একজন করে নোডাল হেলথ অফিসার নিয়োগ।

(২) কোনওরকম রোড-শো করা যাবে না। বাতিল পদযাত্রা, বাইক মিছিল, সাইকেল মিছিল। এই ধরণের প্রচারের আগের অনুমতি সব বাতিল।

(৩) খোলা জায়গায় সর্বোচ্চ ৫০০ জন নিয়ে সভা করা যাবে।

(৪) বন্ধ জায়গায় মোট আসনের ৫০% এবং সর্বোচ্চ ২০০ জন নিয়ে সভা করা যাবে।

(৫) প্রচারের সময়সীমা একঘন্টা কমিয়ে রাত ৮ টা পর্যন্ত।

(৬) ডোর টু ডোর প্রচারে প্রার্থী সহ সর্বোচ্চ ৫ জন।

(৭) ৪৮ ঘন্টার পরিবর্তে ভোট গ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচার শেষ।

(৮) প্রার্থীদের টিকার অন্তত একটি ডোজ বাধ্যতামূলক।

(৯) পোলিং এজেন্ট ও কউন্টিং এজেন্টদের , ভোটকর্মীদের দুটি ডোজ বাধ্যতামূলক।

(১০) শেষ একঘন্টায় করোনা আক্রান্তদের ভোট নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা।

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর