Wednesday , 24 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

HS Result of Malda মাধ্যমিকের মতো সাফল্য না আসলেও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে মালদার তিন পরীক্ষার্থী

প্রতিবেদক
kartik pal
May 24, 2023 6:17 pm

Newsbazar 24: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। অতিমারির জন্য পরীক্ষার্থীরা মাধ্যমিকে বসতে পারেননি। সেই পর্ব কাটিয়ে এই প্রথম গোটা রাজ্যের সাথে মালদহ জেলার পরীক্ষার্থীরাও প্রথম বড় পরীক্ষায় বসেছিল।
সাফল্যে মাধ্যমিকের সাথে টেক্কা না দিতে পারলেও উচ্চমাধ্যমিকে মালদা জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা তালিকার প্রথম ১০ এ জায়গা করে নিল তিন পরীক্ষার্থী। ৫০০ মধ্যে ৪৮৮ নম্বর পেয়ে নবম স্থান পেল মালদার দেবাঙ্গণা দাস। সে মালদা বার্লো গার্লস হাইস্কুলের ছাত্রী। তার এই সাফল্যে একদিকে যেমন খুশি তার বাবা ও মা সহ পরিবারের আত্মীয় পরিজনেরা অন্যদিকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা সমগ্র ছাত্র-ছাত্রী। দেবাঙ্গনা জানায় তার আশা ছিল সে প্রথম দশে থাকবে। মাধ্যমিকে ৯৩ শতাংশেরও বেশি নম্বর পেয়েছে। যদিও অতি মারির কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি এবারের পরীক্ষার্থীরা। এটাই ছিল তার জীবনের প্রথম বড় পরীক্ষা। সে আরো জানায় আগামীতে তার ইচ্ছা শিক্ষকতা করার। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মা আত্মীয়-স্বজন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পাশাপাশি গৃহ শিক্ষকরা। তার মোট সাতজন গৃহ শিক্ষক ছিল। দিনে ৭-৮ ঘন্টা পড়ত সে। আগামীতে সে ইংরেজি নিয়ে পড়তে চায়।

তৃনা পুরকায়স্থ


মালদা বার্লো গার্লস হাইস্কুলের অপর এক ছাত্রী টিনা পুরকায়স্থ ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে পরিবার পরিজন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সহ খুশি সকলেই। টিনা জানায় সে আশা করেনি প্রথম দশ জনের মধ্যে আসতে পারবে খবরটি শুনে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। আগামীতে বাংলা সাহিত্যে নিয়ে উচ্চশিক্ষায় প্রবেশ করতে চায়। পড়াশোনা তার কোন বাধা ধরা সময় ছিল না। পড়াশোনার বাইরে সে ভায়োলিন বাজায়। পাশাপাশি গল্প লেখালেখিও করে। তার কিছু গল্প জেলার সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে সে জানায়। আগামী দিনে তারও অধ্যাপক তোমার ইচ্ছে পাশাপাশি গবেষণা করার ও খুবই ইচ্ছে। সে আরো জানায় তার বাবাও অধ্যাপক বর্তমানে আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মরত আছেন।

সায়ন্তন সরকার


মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সায়ন্তন সরকার ৪৮৭ নম্বর পেয়ে মেধাতালিকায় দশম স্থান লাভ করেছে। সে জানায় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতিতে ছিল সেই রকম ভাবে উচ্চমাধ্যমিকে তালিকায় স্থান পাওয়ার জন্য প্রস্তুতি নেয়নি কিন্তু সাফল্য এসে যাওয়ায় সে খুবই খুশি। তার এই সাফল্যের পেছনে তার মায়ের অবদান খুবই বেশি। পাশাপাশি বাড়ির অন্যান্য আত্মীয়-স্বজন স্কুলের শিক্ষকদেরও অসামান্য অবদান রয়েছে বলে জানায়। আগামীতে উচ্চশিক্ষার জন্য আই আই টি তে ভর্তি হতে চায়। পড়াশোনা ছাড়াও ক্রিকেট খেলা এবং গান শোনাতে খুব তার আগ্রহ রয়েছে। সে আরো জানায় পড়াশোনায় তার বাধা ধরা কোন সময় ছিল না কারণ সে অনলাইনে জয়েন্টের কোচিং করত পাশাপাশি সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিত। সারা ভারত জয়েন্ট মেইনে সেই ইতিমধ্যেই ২০০০ এর একটু বেশি র্্যাংক লাভ করেছে। আগামী ৪ই জুন আরও একটি পরীক্ষা বাকি আছে বলে সে জানায়।
প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে বসছিলেন পরীক্ষার্থীরা।এই বছর ৮২৪৮৯১ জন পরীক্ষা দিয়েছেন। ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন এই বছর পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

অসহায় মানুষদের পাশে দঁাড়ানোর জন্য এগিয়ে এল বৃহন্নলাদের সংগঠন

খেজুরের গুড় – অতুলনীয়

Siliguri news:ভারত নেপাল সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জল ও কলম চকলেট বিতরণ

কার্ড থাকা সত্ত্বেও রেশন না পেয়ে বিক্ষোভে চোপড়ার দাসপাড়ার বাসিন্দাদের

পারিবারিক বিবাদের জেরে বিষপান এক দম্পতির,মৃত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী‌‌।

26 হাজার চাকরি বাতিল এর বিরুদ্ধে কংগ্রেস

North 24 Pargana news:আবারও উত্তপ্ত ভাটপাড়া,আহত ৬ আক্রান্তদের দেখতে ঘটনাস্থলে সাংসদ

বাজেটে কমতে চলেছে স্মার্ট ফোনের দাম – অভিমত বিশেষজ্ঞদের

Siliguiry news:শিলিগুড়িতে ছোট গাড়ির চালকদের সংগঠন বিক্ষোভ ও প্রতিবাদে শামিল