Friday , 8 July 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

History -মৌর্য সাম্রাজ্য আমলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
July 8, 2022 2:46 pm

1. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: মহাপদ্ম নন্দ

2. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর: কারাবেলা

3. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর: অবন্তী

4. কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর: মল

5. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর: ব্যবিলন

6. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর: হাম্পি ।

7. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর: অঙ্গ

9. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর: হিন্দকুশ

10. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর: খ্রীঃ পূঃ তৃতীয় শতকে

11. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর: বাৎস ।

12. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর: বিন্দুসার

13. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

14. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর: রাষ্ট্রনীতি

15. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?

16. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর: প্রথম দরিয়াস

17. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: রাজগীর

18. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর: হাইডাসপাস

19. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কি ছিল ?

উত্তর: পাটলিপুত্র

20. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?

উত্তর: মহাপদ্ম

21. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর: উদ্যয়িন

22. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর: বিম্বিসার

23. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর: শিশুনাগ

24. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিলেন ?

উত্তর: ধননন্দ

25. ষষ্ঠ খ্রীঃ পূর্বাব্দের পর বৃহৎ রাজ্যগুলির উত্থানের কারণ কি ?

উত্তর: বিহার ও উত্তরপ্রদেশে লোহার ব্যাপক ব্যবহার ।

26. অজাতশণু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?

উত্তর: দেবদত্ত

27. কোন ভারতীয় রাজা প্রাচীন ভারতবর্ষে নিজেকে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন বলে দাবী করেন ?

উত্তর: উদ্যয়িন

28. কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল ?

উত্তর: ঝিলম

29. গান্ধার স্থাপত্যকার্যে কাদের প্রভাব লক্ষ করা যায় ?

উত্তর: গ্রীক

30. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে কোন নগর রাজ্য সবথেকে বেশী শক্তিশালী ছিল ?

উত্তর: মগধ

31. বুদ্ধের সমসাময়িক কোন রাজবংশ অবন্তীতে শাসন করত ?

উত্তর: প্রদ্যোৎ

32. কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা শহর অবস্থিত ছিল ?

উত্তর: সিন্ধু এবং ঝিলম

33. শাসকদের মধ্যে কে সিংহাসন ত্যাগ করে জৈনধর্ম গ্রহণ করে দক্ষিন ভারতে চলে গিয়েছিলেন ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

34. মৌর্য সিংহাসনে আরোহণের পূর্বে অশোক কোথাকার শাসক ছিলেন ?

উত্তর: তক্ষশিলা

35. মেগাস্থিনিস কোথাকার দূত ছিলেন ?

উত্তর: সেলুকাস নিকেতর

36. মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ?

উত্তর: ইন্ডিকা

37. অশোক কথাটির আক্ষরিক অর্থ কি ?

উত্তর: শোকহীন

38. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রীকদূত ভারতে এসেছিলেন ?

উত্তর: মেগাস্থিনিস

39. অশোক কোন সময়ে কলিঙ্গ জয় করেন ?

উত্তর: খ্রীঃ পূঃ ২৬১

40. প্রাচীনতম ঐতিহাসিক লিখিত উপাদান কোন সময়কার ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

41. “দেবনাম প্রিয়” উপাধিটি কাকে দেওয়া হয়েছিল ?

উত্তর: অশোক

42. নিম্নলিখিত কোন নামে অশোক পরিচিত ?

উত্তর: প্রিয়দর্শী ।

43. নিম্নলিখিত কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর: মাদ্রাজ

44. সঙ্গম যুগে কোন বংশ শক্তিশালী ছিল না ?

উত্তর: পল্লব বংশ

45. তামিল উৎকীর্ণ লিপিতে কোন লিপি ব্যবহার হত ?

উত্তর: ব্রাহ্মী

46. তামিল মহাকাব্য ‘ শিলাপ্পাদিকরম ‘ কার রচিত ?

উত্তর: ইলংগো

47. কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং তার ফলাফল জানা যায় ?

উত্তর: মাইনর রক এডিস্ট XIII

48. সারনাথ স্তম্ভে কোন প্রাণীর প্রতিকৃতি খোদাই করা নেই ?

উত্তর: হরিণ

49. সারনাথের সিংহ রাজধানী কার অবদান ?

উত্তর: অশোক

50. “ ধর্ম ” কথাটি একটি

উত্তর: প্রাকৃত শব্দ

51. অশোকের শাসন কালে রাজুকাসরা কোন বিষয়ের দেখাশোনা করত ?

উত্তর: বিচার ব্যবস্থা

52. মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ছিল ?

উত্তর: পূশ্যমিত্র শৃঙ্গ

53. পাণিনির ‘অষ্ট্যাধ্যায়ী পতঞ্জলির মহাভাষ্য এবং জয়াদিত্যর কষিকাবৃত্তি’র আলোচ্য বিষয় হল

উত্তর: ব্যাকরণ

54. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায় ?

উত্তর: সারনাথ লিপি

55. সঙ্গম যুগে মুরাইয়োর কোন রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর: চোল

56. অশোক কোন প্রস্তরলিপিতে কলিঙ্গযুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন ?

উত্তর: ১৩ তম প্রস্তর লিপি

57. কে আজিবিকাসদের নার্গাজুন পর্বত অপর্ণ করেছিল ?

উত্তর: দশরথ

58. মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশে একজন বিদেশী প্রশাসক ছিলেন ?

উত্তর: সৌরাষ্ট্র

59. মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিল ?

উত্তর: ব্যাকট্রিয়ান গ্রীকরা

60.রুদ্রামনের জুনাগর প্রস্তরলিপি অনুসারে, সুদর্শন লেকের ওপর একটি বাঁধ নির্মিত হয়েছিল কোন রাজার আমলে ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

61. মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ কি ছিল ?

উত্তর: ব্রাম্মন, ক্ষত্রিয়, বৈশ্য

62. মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী কোন নীতির ওপর ভিত্তি করে ভারতীয় সমাজ সাতটি ভাগে বিভক্ত ছিল ?

উত্তর: অর্থনৈতিক

63. কোন দ্রব্য নিয়ে চৈনিক ব্যবসায়ীরা ভারতে এসেছিলেন ?

উত্তর: সিন্দুর ও বাঁশ

64. কে নিউটনের তত্ত্বের পূর্বানুমান করে বলেছিলেন যে সব বস্তু পৃথিবীর প্রতি আকৃষ্ট হয় ?

উত্তর: ব্রম্মগুপ্ত

65. কিসে সম্রাট অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ আছে ?

উত্তর: মাসকি

66. অশোক স্তম্ভ কোন ধাতুর তৈরী ?

উত্তর: বালিপাথর

67. অশোক সম্বন্ধীয় সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কোথায় পাওয়া যায় ?

উত্তর: উৎকীর্ণলিপি

68. কোন গ্রন্থে প্রথম দেবকীর পুত্র কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ?

উত্তর: ছান্দোগ্য উপনিষদ

69. ‘জিরো’ কে আবিষ্কার করেন ?

উত্তর: একজন অচেনা ভারতীয়

70. আলেকজান্ডারের পরিভ্রমনকালে উত্তর ভারতে কোন বংশ শাসন করেছিল ?

উত্তর: নন্দ

71. ‘সত্যসাই’ কার রচনা ?

উত্তর: হালা, একজন সাতবাহন শাসক

72. সাতবাহন শাসক হালার লেখক গাথাসগুসতী কোন ভাষায় রচিত ?

উত্তর: প্রাকৃত

73. রোমান সাম্রাজ্যে সবথেকে বেশী কোন জিনিস ভারত থেকে রপ্তানী হত ?

উত্তর: ভারতীয় মসলিন, ব্যবহারযোগ্য ছুরি-কাঁচি ও চামড়া

74. হস্তিগুম্ফা লিপি কোন শাসকের শাসনকালের ওপর আলোকপাত করে ?

উত্তর: কলিঙ্গর খারবেলা

75. কোন গ্রীক রাজা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন ?

উত্তর: ডিমিট্রিভস

76. ভারতবর্ষে প্রথম সরকারী সেনা শাসন কে চালু করেছিল ?

উত্তর: গ্রীক

77. কোন কুষান শাসক নিজেকে মহেশ্বর বলে অভিহিত করেছিল ?

উত্তর: কুজুল কদফিসেস

78. নাগসেনার মিলিন্দাপানহো গ্রন্থটি কোন ভাষায় লেখা ?

উত্তর: পালি

79. মুন্ডহীন কনিষ্কর মূর্তি কোথা থেকে উদ্ধার করা হয়েছে ?

উত্তর: মথুরা

80. ভারতে কে প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ?

উত্তর: বানা

81. অশোক কোন বংশের ছিলেন ?

উত্তর: মৌর্য

82. সাকা ইরা কে এবং কখন প্রচলন করেন ?

উত্তর: ৭৮ খ্ৰী কনিস্ত

83. কনিস্কর রাজধানী কি ছিল ?

উত্তর: পুরুষপুর

84. কুষানযুগে সবথেকে বেশী কিসের উন্নতি হয়েছিল ?

উত্তর: স্থাপত্য শিল্প

85. কার আনুকুল্যে মথুরা স্থাপত্য এবং পুরুষপুরে স্তুপ গড়ে উঠেছিল ?

উত্তর: উহমা কদফিসেস

86. মৌর্য শাসনকালে মুদ্রা তৈরীতে কোন ধাতু ব্যবহার করা হত ?

উত্তর: সোনা এবং তামা

87. মৌর্য শাসনে অমিত্রগাথা নামে কে পরিচিত ছিল ?

উত্তর: বিন্দুসার

88. সাঁচী স্তুপ কে নির্মাণ করেছিলেন ?

উত্তর: অশোক

89. কোন উৎকীর্ণ লিপি তে অশোকের নাম খোদিত আছে ?

উত্তর: মক্সকির লিপি

90. চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে পরাস্ত হয়েছিলেন ?

উত্তর: সেলুকাস

91. বিক্রম যুগ শুরু হয়েছিল কবে ?

উত্তর: খ্রীঃ পূঃ ৫৭ শতকে

92. কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ?

উত্তর: ইন্দো গ্রীক

93. কে প্রথম ব্রাহ্মী লিপির সংকেত উদ্ধার করেছিলেন ?

উত্তর: জেমস প্রিলেপ

94. সাতবাহনের উৎকীর্ণ লিপি কোন ভাষায় লেখা ?

উত্তর: প্রাকৃত

95. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?

উত্তর: শক

96. প্রাচীন ভারতে সাতবাহন সাম্রাজ্যে একটি জেলাকে কি বলা হত ?

উত্তর: কটক

97. কোন চীনা জেনারেল কনিস্ককে পরাজিত করেছিলেন ?

উত্তর: পেন চাও

98. সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: পৈথান

99. শকরা কার দ্বারা পরাস্ত হয়েছিলেন ?

উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণী

100. শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন ?

উত্তর: দেবভূতি

101 শক যুগ কার সময়ে দেখা যায় ?

উত্তর: কনিষ্ক

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

ভাড়া কমছে ট্রেনের ! উঠছে নিয়মিত ট্রেনের নম্বর থেকে ‘’০’’ ডিজিট

Darjeeling News:সপ্তাহখানেক বৃষ্টিপাতের পর অবশেষে সোনালী রোদের পরশে দার্জিলিং

সুদানের একটি পরিত্যক্ত স্বর্ণ খনি ধসে ১৮ জনের মৃত্যু।।

সুদানের একটি পরিত্যক্ত স্বর্ণ খনি ধসে ১৮ জনের মৃত্যু।।

দুস্থ ও মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মালদহ জেলা শাখার

ফের নক্ষত্র পতন ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

অশান্ত কালীকে মহাদেব কিভাবে শান্ত করবেন ? চড়ক পূজার প্রস্তুতিতে ‘কালী নাচ’ অবলুপ্তির পথে

বাংলাদেশের সেনা প্রধানের সতর্কবার্তা – দেশকে রক্ষা করুন

“দিদিকে বল কর্মসূচী নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল যুব নেতা বিশ্বজিত মন্ডল।

Malda: মিজোরামের দুর্ঘটনায় কফিনবন্দি ১৮ টি দেহ পৌঁছালো মালদায়, বাকি পাঁচটি আসবে আগামীকাল

Wall collapse::দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের।।।