Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

সোমবার ভুলেও করবেন না এই কাজ, রুষ্ট হবেন মহাদেব

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: সোমবার নিয়ম মেনে মহাদেবের পুজো করলে তিনি প্রসন্ন হন। শিবের অপরনাম ভোলানাথ। খুব শীঘ্র ভক্তের ডাকে সাড়া দেন তিনি। শাস্ত্রে শিবকে প্রসন্ন করার নানান উপায়ের উল্লেখ রয়েছে। যেমন প্রতি সোমবার বিশেষ পুজো ও মন্ত্র পাঠ করলে মহাদেবকে খুশি করা যায়। তেমনই সোমবার কিছু কিছু কাজ করলে জীবনে নানান সমস্যা সৃষ্টি হয়। সোমবার কোন কোন কাজ করবেন না, জেনে নিন।

১. শাস্ত্র মতে সোমবার খুব কম পরিমাণে নুন ব্যবহার করা উচিত। আবার এ দিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না। এর পাশাপাশই সোমবারে উত্তর, পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন।

২. সোমবার মা-বাবার সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না। আবার এই তিথিতে নিজের কুল দেব-দেবীকে স্মরণ করা উচিত। শাস্ত্র মতে সোমবার কুল দেবতার পুজো না-করা, তাঁদের অপমান করার সমার্থক। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়।

৩. সোমবারের রাহুকালে কোনও যাত্রা করবেন না, তার পাশাপাশি কোনও আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয়। এই তিথিতে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত। এই তিথিতে বেগুন, সর্ষের শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই। এ ছাড়াও কালো, নীল, জামুনি রঙের পোশাক পরবেন না।

৪. শাস্ত্র মতে সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না। এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। সোমবার কারও সঙ্গে বিবাদ বাঁধাবেন না। সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

৫. কোনও ব্যক্তির কুষ্ঠীতে চন্দ্র দোষ বা চন্দ্র কষ্ট থাকে, তা হলে তিনি এ দিন দুধ বা জল বাসনে ঢেলে তা মাথার কাছে রেখে ঘুমান। সকালে উঠে অশ্বত্থ গাছে সেই জল ঢেলে দিন।

৬. সোমবার অন্ন, শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস, বই-খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর