news bazar24:
শ্রাবণ মাস, যেটি শিবের পবিত্র মাস হিসেবে মনে করা হয়। চলতি বছরে শ্রাবণ মাস শুরু হয়েছে ২৪ শে জুলাই থেকে এবং শেষ হবে ১৪ই আগস্ট। এই মাসে যারা শিবের ভক্ত তারা পুজো করে থাকেন। বিশ্বাস হয় এই মাসে প্রত্যেক সোমবার যারা উপবাস করে শিবের পুজো করেন মনের আশা পূর্ণ হয়।
এছাড়া এই মাসের শিবের পূজা করলে অশুভ শক্তির বিনাশ হয়। শ্রাবণ মাসে কিছু রাশির জীবনে আসতে চলেছে ভালো সময়, এই সময়ে ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছে কিছু রাশি। বিশেষ করে কিছু রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা শিবের আশীর্বাদ পেয়ে থাকেন। এবার আসুন জেনে নিই ভগবান শিবের অত্যন্ত প্রিয় তিনটে রাশির কথা।
প্রথমেই রয়েছে মেষ রাশি, মেষ রাশির অধিপতি হল মঙ্গল গ্রহ। এই রাশির জাতক জাতিকাদের জীবনে কোনরকম সমস্যা দেখা দিলে তার সমাধান করেন। তিনি এই রাশির ওপর সবসময় সন্তুষ্ট থাকেন। ভবিষ্যতে যদি শিবের আশীর্বাদ পেতে হয় তবে শ্রাবণ মাসে শিবলিঙ্গকে গঙ্গাজল দিয়ে অভিষেক করা, এছাড়া মন্দিরে গিয়ে ভগবান শিবের দর্শন করে যদি জল নিবেদন করা যায়, তবে খুব ভালো।
এরপর রয়েছে মকর রাশি, রাশিচক্রের এই রাশিটি শিবের অত্যন্ত প্রিয় রাশি। বর্তমান মাসটি অর্থাৎ শ্রাবণ মাসটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই রাশির অধিপতি হলো শনি গ্রহ। মহাদেবকে সন্তুষ্ট রাখতে এই মাসে এই রাশির জাতক-জাতিকারা মহাদেবকে জল এবং শামি পাতা নিবেদন করুন। এছাড়া এই সময় শিব চালিশা এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন।
এরপরেই রয়েছে কুম্ভ রাশি,এই রাশির জাতক জাতিকারা সবসময় শিবের আশীর্বাদ পেয়ে থাকেন। এই রাশির অধিপতি হল শনি গ্রহ। ভক্তি ভরে যদি শিবের কাছে প্রার্থনা করা যায় তবে তিনি সমস্ত পথ দেখিয়ে দেন। ভগবান শিবের যদি আশীর্বাদ পেতে হয় তাহলে এই সময় মহাদেবের রুদ্রাভিষেক করা উচিত। শিবলিঙ্গকে আখের রস দিয়ে অভিষেক করাতে হবে। শিবাষ্টক পাঠ করাও খুব উপকারী।