Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Malda:এ বছর মালদহে লঙ্কা চাষ করে লাভের মুখ দেখছেন লঙ্কা চাষিরা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: এ বছর মালদহে লঙ্কা চাষ করে লাভের মুখ দেখছেন লঙ্কা চাষিরা। কারণ তাদের কথায় লঙ্কা চাষের ক্ষেত্রে এবারের আবহাওয়া খুবই উপযুক্ত। মালদহ জেলার পুরাতন মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লঙ্কার চাষ হয় বলে জানা গিয়েছে। অবশ্য এই লঙ্কা আচারের লঙ্কা বলে খ্যাত। এক লঙ্কা চাষী সুমন পোদ্দার জানান দেড় বিঘা জমিতে লঙ্কা চাষ করে এবছর যথেষ্টই লাভের আশা করছি।এলাকার অপর এক মহিলা লঙ্কা চাষী বিমলা দাসী জানালেন ২৫,২৬বছর ধরে তারা জমিতে লঙ্কা চাষ করে যাচ্ছেন আয় টাও ভালো হয় তবে অন্যান্য বছর আবহাওয়া সেরকম ভালো পাওয়া যায় না সেই কারণে লঙ্কা গাছে ধসা লেগে যায় সেকারণে ফলন কমে যায়।
এই বছর আবহাওয়া ভালো থাকায় গাছের ধসা ধরা থেকে অনেকটাই রেহাই পাওয়া গেছে, লংকার ফলন ও সাইজ দুটোই ভালো হয়েছে, ইতিমধ্যেই লঙ্কা ভাঙ্গা শুরু হয়েছে, গাছ লাগানোর দেড় মাসের মধ্যে থেকেই লঙ্কা ভাঙ্গা শুরু হয়। ৮ দিন পর পর ভাঙ্গা হয় লঙ্কা, ইতিমধ্যেই বিভিন্ন বাজারে লঙ্কা পাঠানো শুরু হয়েছে, তাছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আচারের ফ্যাক্টরিগুলো থেকে ফ্যাক্টরি মালিকেরা এই আচারের লঙ্কা নিয়ে যাচ্ছেন, ৬০ থেকে ৭০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই লঙ্কা। স্বভাবতই ভাল দাম পেয়ে খুশি এলাকার লঙ্কা চাষীরা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর