Newsbazar24:পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার।যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেগুলো হল ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে, তেলেঙ্গানা ও মিজোরাম।
একমাত্র ছত্রিশগড়েই হবে দুই দফার ভোট আর বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট হবে।
আগামী ৭ নভেম্বর মিজোরাম ও ছত্তিশগড়ে প্রথম দফার ভোট) এবং ১৭ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোট,
এছাড়াও ১৭ ই নভেম্বর হবে মধ্যপ্রদেশের ভোট
২৩ নভেম্বর- রাজস্থান,৩০ নভেম্বর- তেলেঙ্গানা। ৫ রাজ্যের ভোট গণনা ৩রা ডিসেম্বর।
মধ্যপ্রদেশ বিধানসভায় ২৩০ আসন , ২০০ আসন রাজস্থান বিধানসভায়, ছত্তিশগড়ে ৯০ আসন,১১৯ আসন তেলেঙ্গানায় । এই চার রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ এর জানুয়ারিতে এবং ৪০ আসন বিশিষ্ট মিজোরামের বিধানসভার মেয়াদ শেষ ১৭ ডিসেম্বর। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানান, ১৭ অক্টোবর ভোট তালিকা প্রকাশ করা হবে, ২৩ অক্টোবর পর্যন্ত ভোট তালিকা সংশোধনের সুযোগ থাকবে।৮ হাজারের বেশি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন মহিলারা।