Sunday , 10 September 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Earthquake in Morocco:মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১০০০

প্রতিবেদক
kartik pal
September 10, 2023 1:30 am

Newsbazar 24: এই শতকের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা মরক্কোয়। মধ্যে মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছেছে।গুরুতর জখম প্রায় ৭০০এর কাছাকাছি। এর মধ্যে অধিকাংশই হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা।রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। স্থানীয় সময় শুক্রবার রাতে (৯ সেপ্টেম্বর) ভূমিকম্পটি আঘাত হানে।
এদিকে মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা সূত্রে জানা গেছে , শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার মৃদু কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল ৫ মাত্রার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মরক্কোর আটলাস পর্বতমালার জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্পটি আঘাত হানে। মরক্কোর স্বরাষ্ট্র দপ্তরের খবর উদ্ধৃত করে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৯০০। আহত প্রায় ছশোর কাছাকাছি একই সঙ্গে জানানো হয় যে, আহতদের মধ্যে প্রায় ১০০ জনের জনের অবস্থা বেশ গুরুতর।
মার্কেলের হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন , শহরে আহতের সংখ্যা বাড়ছেই। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা লোকজনকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এই চিকিৎসক বলেন, চিকিৎসা কর্মী এবং সংশ্লিষ্ট বিভাগের লোকজন এই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত। কিন্তু এখন একমাত্র সমস্যা হলো রক্তের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে মারাকেশ আঞ্চলিক রক্ত সঞ্চালনকেন্দ্র। সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, অসংখ্য পুরোনো ভবন ধসে পড়েছে।
আমরা প্রচণ্ড কম্পন অনুভব করি। এরপরেই বুঝতে পারি যে, ভূমিকম্প আঘাত হেনেছে। তিনি বলেন, আমি দেখছিলাম, ভবনগুলো কাঁপছে। মাত্র ২০ সেকেন্ড দীর্ঘ হয়েছিল কম্পনটি। কিন্তু তাতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক ভবন। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ঘুমের ঘোরে থাকা কয়েকশো মানুষ।
দুর্ঘটনার পরেই জরুরি ভিত্তিতে উদ্ধারকার্যে নামেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংসস্তুপের নিচ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। চারিদিকে হাহকার আর আর্তনাদের শব্দ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ, আল-হাউস, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত। সারা সারি মৃতদেহ উদ্ধার ।
ইতিমধ্যেই মরক্কোর ভূমিকম্পে মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান। মরক্কো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, সঙ্কটের এই মুহূর্তে মরক্কোকে সবধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মরক্কোয় ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। সঙ্কটের এই মুহূর্তে আমি মরক্কোবাসীর প্রতি সহানুভূতিশীল। স্বজনহারাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সঙ্কটের এই মুহূর্তে মরক্কোকে সবধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত”।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Malda News :জেলার বড় কালীপুজো কমিটি গুলোকে দূর্গা পূজার মতো প্রশাসনিক অনুমতি নিতে হবে

ভাগ্য দেবতার আশীর্বাদ ঃ মালদার ২ অনাথ শিশুকে দত্তক নিলেন আমেরিকার দুই দম্পতি

Malda News: অরিজিৎ সিংকে জঙ্গিপুরে হাসপাতাল গড়তে সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

শহর ছেড়ে দূরে “শান্তির নীড় ঘাটশিলায়”—-নির্মাল্য বিশ্বাস

রাস্তার বেহাল দশার জন্য ৮১ নম্বর রাজ্য সড়কে পাট বোঝাইএকটি ট্র্যাক্টর উল্টে গেল

খুন দমদমের দমকলকর্মী, তদন্তে দাবি পুলিশের

তৎকাল টিকিট বুকিং করবেন? জেনে নিন বুকিং এর সময়সূচীর কি বদল হল

মালদহের নাট্যকার সুব্রত রায়ের নাট্য বিজড়িত দিনগুলোর ৩২ তম পর্ব।।

ভারতবর্ষের দীর্ঘতম হাইওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।।।

রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত বলে দাবি ইউক্রেনের সামরিক বিভাগের।।