Tuesday , 19 December 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

E-Shram Yojana: ই-শ্রম কার্ড থাকলে পাবেন মাসে ৩০০০ টাকা, কী ভাবে আবেদন করবেন জানুন..

প্রতিবেদক
kartik pal
December 19, 2023 5:05 pm

Newsbazar24:গোটা দেশজুড়ে অসংগঠিত ক্ষেত্রে বহু শ্রমিক কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করেন।কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৪৫ কোটি ৩৬ লক্ষেরও বেশি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছুই নেই। এই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মোদি সরকারের একটি জনহিত কর প্রকল্প ই-শ্রম’। ২০২১ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ই-শ্রম চালু করেছে। মূলত এই যোজনায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নতিসাধন করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত দেশের ২৭.৬৯ কোটিরও বেশি মানুষ ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন। দেশের প্রায় ৩ কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন, এবং বাকিরাও এই পরিষেবা খুব শীঘ্রই পাবেন।
মূলত অসংগঠিত শ্রমিকদের ন্যাশনাল ডাটাবেস তৈরির লক্ষ্যে এই ই-শ্রম পোর্টাল। এই ডাটাবেসের মধ্য দিয়ে যাতে অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনা যায়।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ৬০ বছরের উর্ধে মানুষের কর্ম ক্ষমতা অনেকটা কমে যায় তখন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা কিভাবে নিজেদের পেট চালাবেন। সেই কথা মাথায় রেখেই চালু করা হয়েছে এই ই-শ্রম পোর্টাল।
এই শ্রম পোর্টালে যদি আপনার নাম নথি ভুক্ত থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY), প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY), PM Kisan সহ একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা পাবেন। ই-শ্রম কার্ডে আপনার নাম নথি ভুক্ত থাকলে এবং বয়স ৬০ বছর হলেই প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। এরসাথে বিভিন্ন সরকারি বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে হলে ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধাগুলো কি কি?
(১) আপনার বয়স ৬০ বছর হলেই আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। (২) কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। (৩) আবার যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে ২ লক্ষ টাকাও পাবেন। ১৬ থেকে ৫৯ বছর বয়সী হলেই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়া যারা EPF এবং ESI এর যারা সুবিধা পান তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।
ই-শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলি হল, আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়া এটি আবেদন করাও খুব সহজ। আপনি বাড়িতে বসেই এটি আবেদন করতে পারবেন। eshram.gov.in পোর্টালে গিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে। অথবা CSC সেন্টারে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখনো এই প্রকল্পে আবেদন করেননি, তাহলে অবিলম্বে আবেদন করূন

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা