news bazar24 : কিছুদিন আগেই মমতা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করেছে। এই মহার্ঘ ভাতার নতুন হার ২০২৩ সালের মার্চ থেকে কার্যকর হয়েছে। যার ফলে কর্মচারীদের আরও বেতন বেড়েছে ৩ শতাংশ। ফলে এই রাজ্যের সরকারি কর্মচারীরা মোট ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। তবে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি অনুযায়ী, AICPI-এর মতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হরে মহার্ঘ্য ভাতা (DA) দিতে হবে। আর এই কারণে রাজ্যজুড়ে সরকারি কর্মীরা আন্দোলনের পথে নেমেছেন।
উল্লেখ্য , এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA)। আর ষষ্ঠ বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মচারীরা এখন সর্বোচ্চ ৬ শতাংশ হারে ভাতা (ডিএ) পাচ্ছেন। অর্থাৎ, বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ৩২ শতাংশ কম মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। আর এই কারণেই ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ-র দাবিতে আন্দোলন করছে বাংলা সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিকে, এআইসিপিআই অনুসারে, কেন্দ্রীয় সরকার এই মাসে আবার ৪ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে। যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তবে রাজ্য কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যে পার্থক্য ৪০ শতাংশ হয়ে যাবে । গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্যগুলিতেও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে।
এক নজরে –
বিহারে, রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) সম্প্রতি 31 শতাংশ থেকে 34 শতাংশে 3 শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷
• ওড়িশা রাজ্য সরকারি কর্মীরা 38 শতাংশ মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন৷ সম্প্রতি এই রাজ্যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
• ত্রিপুরায়, রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) 8 শতাংশ থেকে 12 শতাংশে 20 শতাংশে বৃদ্ধি করা হয়েছে।
• আসামের রাজ্য সরকারি কর্মীরা 34 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। সম্প্রতি এই রাজ্যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
• ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মীরা এখন 38 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন৷ সম্প্রতি এই রাজ্যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
• ছত্তিশগড় রাজ্য সরকারি কর্মচারীরা এখন 33 শতাংশ বর্ধিত ভাতা (DA) পাচ্ছেন৷ সম্প্রতি এই রাজ্যে ডিএ ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
• মার্চ থেকে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) 3 শতাংশ বেড়েছে।
এই বৃদ্ধির সময়ে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা এখন মাত্র 6 শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
উল্লেখিত পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সহ এই 7 রাজ্যের মধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা এখন সবচেয়ে কম ডিএ পাচ্ছেন। রাজ্য সরকার মহার্ঘ্য ভাটনার জন্য সুপ্রিম কোর্টে এসএলপি জমা দিয়েছে, যার শুনানি হবে 15 মার্চ। ওই দিনই এ মামলার চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত। লাখ লাখ সরকারি কর্মচারী এখন সেই রায়ের অপেক্ষায়।