Newsbazar 24:বালুরঘাট পঞ্চায়েত সমেতির নতুন উদ্যোগ। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ২৫টি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করা হলো নোংরা আবর্জনা বহন করার জন্য। বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকার জন্য এই গাড়িগুলো প্রদান করা হলো। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি, বালুরঘাট ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা।
পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে বালুরঘাট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ৮টি অঞ্চলের নোংরা আবর্জনা বাড়ি থেকে বা বাজার গুলি থেকে সংগ্রহ করার লক্ষ্যে এই ব্যাটারি চালিত গাড়ি গুলি প্রদান করা হয় । প্রতিটি গাড়ির জন্য ব্যয় করা হয়েছে ১৩৪০০০ টাকা । আরো জানা গেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার লক্ষ্যে এই ব্যাটারি চালিত গাড়িগুলি প্রদান করা হয়।