উৎসবের মরসুমে মালদা বিভাগে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা ৮১.৩৪ লক্ষ টাকা

Newsbazar24:উৎসবের মরশুমে রেকর্ড আয় পূর্ব রেলের মালদহ ডিভিশনের। অক্টোবর মাস জুড়ে বিনা টিকিটের রেল যাত্রীদের জরিমানা করে ৮১.৩৪ লক্ষ টাকা আদায় করল মালদহ ডিভিশন।
মালদহ ডিভিশনের অধীন বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিবিড় টিকিট চেকিং এবং অভিযানে সামিল হন বাণিজ্য পরিদর্শক, টিকিট পরীক্ষক কর্মী এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী তথা রেলওয়ে প্রটেকশন ফোর্স।


চলমান উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মালদা বিভাগ জনবহুল স্টেশন ও ট্রেনগুলিতে টিকিট চেকিং কার্যক্রম আরও জোরদার করেছে, যাতে যাত্রীদের সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করা যায়। পাশাপাশি, যাত্রীদের বৈধ টিকিট সহ ভ্রমণের জন্য উৎসাহিত করতে এবং শেষ মুহূর্তের ভিড় বা কাউন্টারে অতিরিক্ত চাপ এড়াতে সচেতনতা অভিযানও চালানো হয়।
এছাড়াও, রেলওয়ান অ্যাপ, ইউটিএস অন মোবাইল এবং এটিভিএম -এর মতো ডিজিটাল টিকিটিং সুবিধা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান চালানো হয়েছে, যাতে সহজ ও নির্ঝঞ্ঝাট টিকিট বুকিং নিশ্চিত করা যায়।
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২,৯৬৪টি টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রার ঘটনায় ধরা পড়া যাত্রীদের কাছ থেকে মোট ৭৭,৩১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “পূর্ব রেলওয়ের মালদহ বিভাগ যাত্রীদের শৃঙ্খলা বদ্ধ, নৈতিক ও যাত্রীবান্ধব ভ্রমণকে উৎসাহিত করার লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার মিস অঞ্জনের তত্ত্বাবধানে গত অক্টোবর মাসে মালদহ ডিভিশনের অধীনস্থ স্টেশন এবং ট্রেন গুলিতে নিবিড় টিকিট চেকিং অভিযান ও যাত্রী সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়েছে এবং বর্তমানেও তা চলছে। আমরা সকল যাত্রীর কাছে আবেদন করছি বৈধ টিকিট ক্রয় করে যাত্রা করার ও রেল প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য।