Newsbazar24: বিশ্বকর্মা পুজো উপলক্ষে শ্রমজীবী দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি পালন করলো ইংলিশবাজার শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সেল। সোমবার সকালে ইংলিশ বাজার শহর আইএনটিপিইউসির অফিস থেকে শ্রমজীবী দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর আইএনটিটিইউসির সভাপতি অম্বরিশ চৌধুরী সাধারণ সম্পাদক মধু দেবনাথ, অফিস সম্পাদক সুকান্ত সরকার, সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে শুভঙ্কর চ্যাটার্জি। বস্ত্র বিতরণ শেষে জেলা আইন টিটিইউসি সভাপতির শুভদীপ সান্যাল বলেন শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটাবার লক্ষে ইংলিশবাজার শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে এই উদ্যোগ। সারা বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকি পুজোর দিনগুলোতে কিছু দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।