Newsbazar 24:- সুপ্রিম কোর্টের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন উদয় উমেশ ললিত। শনিবার তাকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । অবশ্য প্রধান বিচারপতি পদে তার মেয়াদ স্বল্প সময়ের জন্য।
চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে থাকবেন তিনি। অর্থাৎ মাত্র ৭৪ দিন তিনি এই পদে থাকবেন।
নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর নেন। আর, হাইকোর্টের বিচারপতিরা ৬২ বছর বয়সে অবসর নেন।
বিচারপতি ললিতের আগে ভারতীয় বিচার বিভাগের যে প্রধানরা ১০০ দিনেরও কম মেয়াদে শীর্ষপদে ছিলেন, তাঁরা হলেন-
১)বিচারপতি এস রাজেন্দ্র বাবু। প্রধান বিচারপতি হিসেবে তাঁর কর্মজীবনের মেয়াদ ছিল ৩০ দিন।
২)বিচারপতি জিবি পট্টনায়েক প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ ছিল ৪১ দিন।
৩)বিচারপতি এলএম শর্মা দেশের প্রধান বিচারপতি হিসেবে তিনি ৮৬ দিন দায়িত্বে ছিলেন।
৪)বিচারপতি কমল নারায়ণ সিং। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ ছিল ১৮ দিনের।
৫)বিচারপতি জে সি শাহ প্রধান বিচারপতি পদে তিনি ৩৬ দিন ছিলেন।
ভারতের যুগান্তকারী রায় তিন তালাক’প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক হিসাবে রায়ের অন্যতম অংশীদার ছিলেন বিচারপতি ইউইউ ললিত। বিচারপতি ললিতের
১৯৫৭ সালে জন্ম ইউ ইউ ললিতেল। ১৯৮৩ সালে একজন আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৪ সালে সুপ্রিম কোর্ট কর্তৃক সিনিয়র অ্যাডভোকেট মনোনীত হন তিনি। দশ বছর পরে, তিনি একজন বিচারক হন। ২০১৪ সালের ১৩ অগাস্ট সুপ্রিম কোর্টে বিচারপতি পদে উন্নীত হন ইউ ইউ ললিত।
গতকাল প্রধান বিচারপতি পদে শেষ দিন ছিল দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রমণের। তিনি তাঁর বিদায়ী বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে নিজের জীবনের এক একটি অধ্য়ায় ভাগ করে নেন সকলের সঙ্গে। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে এন ভি রমণের কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এরপর ইউইউ ললিতের নাম আসে। তবে প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিত আবার কি যুগান্তকারী রায় দেন তা দেখার অপেক্ষায় সমগ্র দেশবাসী।