Sunday , 27 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Chandrajan-3:চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পেছনে আরেক বঙ্গ বিজ্ঞানী মালদাবাসী গৌতম মানি

প্রতিবেদক
kartik pal
August 27, 2023 1:07 pm

Newsbazar 24:চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পেছনে রয়েছে বেশ কিছু বঙ্গ বিজ্ঞানীর অসাধারণ কৃতিত্ব। ইসরোতে কর্মরত অন্যান্য বিজ্ঞানীদের সাথে বাংলার বিভিন্ন জেলার বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম দেশকে চাঁদে পৌঁছাতে সাহায্য করেছে। মিশন চন্দ্রযান-৩ এর সাফল্যের অংশীদার এরাও।
চন্দ্রযান মিশনের সাফল্যের খবরে সারা দেশের সাথে সাথে আনন্দের হাসি ফুটেছে ওঁদের বাবা-মার মুখেও। টিভির পর্দায় চোখ রাখার সময় গর্বে বুক ভরে উঠেছে পরিবারের সকলের। গর্বিত পরিবার পরিজন থেকে প্রতিবেশীরাও।
মালদহের আর এক বিজ্ঞানী অন্যান্যদের সাথে যার কঠোর নিরলস পরিশ্রম চন্দ্রযান-৩ সাফল্যের পেছনে রয়েছে তিনি হলেন গৌতম মানি। মালদহ শহরের বিনয় সরকার রোডের আদি বাসিন্দা এই মানি পরিবার। সাফল্যের সাথে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করার পর। অক্রমুণি ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।জেলায় দ্বিতীয় স্থান দখল করেছিলেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংএ
দক্ষতার সাথে পাশ করার পর ইসরোতে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসেন সারাদেশের কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৪৫ তম স্থান অধিকার করে ইসরোতে যোগ দেন ২০১০ সালে। তিনি লিকুইড প্রপালশান সিস্টেম সেন্টারের(Liquid propulsion System Center) সাথে যুক্ত আছেন। যে রকেটে করে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ করা হয়েছিল। সেটি এলভিএম(LVM-3)। এই রকেটে দুটি লিকুইড প্রপালশন সিস্টেম রয়েছে, পাশাপাশি আরও দুটি লিকুইড প্রপালশন সিস্টেম রয়েছে, একটি হচ্ছে অরবিটাল মডিউল (Orbital Module )অপরটি বিক্রম ল্যান্ডারে (Vikram landre)। এই চারটি প্রপালশন সিস্টেম যে টিমের পক্ষ থেকে গেছে সেই টিমের সদস্য তিনিও ছিলেন। এই টিমে মোট ১০০ জন বিজ্ঞানী ছিল। রাশিয়ার চন্দ্রাভিমুখী মহাকাশযান লুনা-২৫ এর সফলতা না হওয়া প্রসঙ্গে তিনি বলেন একজন বিজ্ঞানী হিসাবে এটা আমাদেরকে আঘাত করেছে। ইসরোর জন্য কাজ করলেও বিশ্বের যে কোন দেশ যখন মহাকাশ গবেষণায় সাফল্য লাভ করে তখন আমরা বিজ্ঞানী হিসেবেও উৎসাহ পাই। ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের আশীর্বাদ এবং ইসরোর বিজ্ঞানীদের প্রতি ভালবাসা আমাদের এই সাফল্যের মূল উৎস।

চন্দ্রযান থ্রি এক্স সফল উৎক্ষেপণে সাধারণ মানুষের কি লাভ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রত্যক্ষভাবে হয়তো এর উত্তর দেওয়া যাবে না কিন্তু পরোক্ষভাবে যেটা আমার মনে হয় ভারত সরকার মহাকাশ অর্থনীতিকে বাড়াবার চেষ্টা করছে এর মধ্যে দিয়ে আগামী দিনে ভারত এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে।
ইসরোর পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে আদিত্য-এল১ স্যাটেলাইট পাঠাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। শুধু চাঁদই নয়, সূর্য নিয়েও গবেষণা করতে চায় ইসরো। সেই লক্ষ্যেই আদিত্য-এল১ স্যাটেলাইট পাঠাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এই কৃত্রিম উপগ্রহ সূর্যের ল্যাগরানগিয়ান পয়েন্ট-১ এর কাছে ফাঁপা কক্ষপথে অবস্থান করবে। এই স্যাটেলাইট সূর্যের সমস্ত আবহাওয়া পর্যবেক্ষণ করবে। এর ফলে সূর্য গ্রহণ ছাড়াই যাবতীয় গবেষণা করা যাবে। এই লক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত হতে চলেছে।
*****কার্তিক পালের প্রতিবেদন******

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা