Monday , 21 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Chandrajan-3: রাশিয়ার চন্দ্র অভিযান ব্যর্থ, কিন্তু ভারতের চন্দ্রযান-৩, বুধবার ল্যান্ড করবে ঘোষণা ইসরোর

প্রতিবেদক
kartik pal
August 21, 2023 1:02 am

Newsbazar 24:রাশিয়ার চন্দ্র অভিযান ব্যর্থ। ভারতীয় সময় রবিবার দুপুরে রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ল। মহাকাশ বিজ্ঞানীদের অভিমত হিসেবের ভুলে রাশিয়ার লুনা ২৫ এর এই দশা। খুব দ্রুত গতিতে
চাঁদের দিকে ছুটছিল রাশিয়ার লুনা-২৫। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার হিসাব ছিল মাত্র ১০ দিনেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে রাশিয়ার চন্দ্রযান। কিন্তু রবিবার দুপুরে সেই অভিযান ব্যর্থ হল।
অন্য দিকে, ধীরে হলেও নিজস্ব গতিতে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান ৩।
মহাকাশ বিজ্ঞানীদের ধারণা চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাশিয়ার লুনা-২৫। আর এক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত মহাকাশযানটি। শনিবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে শেষ কক্ষপথটিতে পৌঁছনোর কথা ছিল লুনা-২৫-এর। কিন্তু সেটি নির্ধারিত কক্ষপথের থেকে কিছুটা এগিয়ে যায়। অর্থাত্‍ চাঁদের যে কক্ষপথে এক পাক ঘোরার পর চাঁদে অবতরণের প্রক্রিয়া শুরু করার কথা ছিল তার, সেই কক্ষপথ ছেড়ে কিছুটা এগিয়ে যায় লুনা-২৫। তার পরেই রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। রবিবার দুপুরেই তারা ঘোষণা করে চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার চন্দ্র যান।
ভারতীয় চন্দ্রযান-৩ চাঁদে নামার পথে আরো একধাপ এগুলো। ইসরো সূত্রে জানা গিয়েছে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারকে। শনিবার রাতেই বিক্রম শেষবার চন্দ্র কক্ষপথ হ্রাস সম্পাদন করেছে। নেমে এসেছে ১৫৭ কিলোমিটারx১১৩ কিলোমিটার থেকে এক ঝটকায় নেমে এসেছে চাঁদের সবথেকে কম দূরত্বে।
ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এখন রয়েছে ১৩৪ কিলোমিটারx২৫ কিলোমিটার কক্ষপথে।
অর্থাত্‍ চাঁদ থেকে সর্বনিম্ন ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে বিক্রম। সর্বোচ্চ দূরত্ব ১৩৪ কিলোমিটার। এমনই উপবৃত্তাকার কক্ষপথে বিক্রম ঘুরছে চাঁদের আকাশে। মাহেন্দ্রক্ষণ এলেই চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করে দেবে বিক্রম। এখন অপেক্ষা শুধু সফট ল্যান্ডিংয়ের। তারপরই মহাকাশ বিজ্ঞানী ইতিহাস তৈরি হবে। চন্দ্রযান ল্যান্ডার চাঁদের সবথেকে কাছে পৌঁছে যাওয়ার পর ইসরো জানিয়েছে, ২৩ অগাস্টই চাঁদের মাটিতে নামবে বিক্রম।
২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার কথা বিক্রমের। ২০১৯-এর চন্দ্রযান-২ মিশনের থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করানো হয়েছে সফট ল্যান্ডিংয়ের। এবার আর চন্দ্রযান ২-এর মতো ১০০x১০০ কিলোমিটার কক্ষপথে যায়নি চন্দ্রযান ৩।
চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন ইউনিট ১৫৩x১৬৩ কিলোমিটার কক্ষপথে রয়েছে। আর বিক্রম ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দুটি ডিবুস্টিংয়ের মাধ্যমে পাঠিয়েছে ১৩৪x২৫ কিলোমিটার কক্ষপথে। সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। তবে চাঁদরে কক্ষপথের ২৫ কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির মতো বিক্রম চাঁদের মাটিতে নামে, নাকি পূর্ব নির্ধারিত ৩০ কিলোমিটার থেকে নামে, তা স্পষ্ট হয়নি।
ইসরোর বিজ্ঞানীরা শুধু মনোনিবেশ করেছে সফট ল্যান্ডিংয়ে। গতবার ২.৩ কিলোমিটার আগে ক্র্যাশ হয়ে গিয়েছে চন্দ্রযান ২-এর বিক্রম। এবার তাই সতর্ক ইসরো।
ইসরো তাই চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের গতি কমানোর কৌশলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ডিবুস্টিংয়ে। শনিবার রাতে দ্বিতীয় ডিবুস্টিংয়েও গতি কমিয়ে সুপার স্লো মহাকাশযানে পরিণত করা হয়েছে বিক্রম ল্যান্ডারকে। বুধবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে পা রাখবে একেবার পাখির মতো সন্তর্পণে।

চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। দক্ষিণ মেরুর এত কাছে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি। নাসা সার্ভেয়ার মিশনে পৌঁছেছিল ৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। আর রাশিয়ার লুনা ২৫ নামার চেষ্টা করার কথা ছিল চাঁদের ৬৮ থেকে ৬৯ ডিগ্রি দ্রাঘিমাংশে। দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকবে ভারতের চন্দ্রযান। কিন্তু রাশিয়ার চন্দ্রযান তার আগেই ধ্বংস হয়ে পড়ল।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বীরভূম

ভারতের স্বপ্নের উড়ান চন্দ্রযান-২ সফলতার সাথে দ্বিতীয় পদক্ষেপ শেষ হল।

উত্তরবঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান!রবিবার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

Malda news:মালদহ এবার বাজির বাজার, থাকছে বিভিন্ন প্রান্তের বাজি বিক্রেতারা

আজকের আবহাওয়া

রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে নজরুল গীতি,বাংলার প্রতি কোনও বিশেষ বার্তা কি?

‘পানপাতা’ শরীরের মহৌষধ

৪২ বর্ষে পা দিলো স্কটল্যান্ডের গ্লাসগোর দুর্গা পুজোর ! স্কটিশ লোকজনেরও এ পুজো নিয়ে যথেষ্ট উত্তেজনা

মালদহে কালী প্রতিমা বিসর্জনের অন্তিম দিনের চিত্র দেখুন।।গ