news bazar24:
এখনো শেয়ার বাজারের উত্থান অব্যাহত। প্রতিদিনই চমক থাকছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য। টানা ৬ দিন যারা শেয়ার মার্কেটে চোখ রেখেছেন তাঁরাই জানেন একটানা শেয়ার বাজারের সূচক কেমন ঊর্ধ্বমুখী। আজও বৃহস্পতিবারের তুলনায় সেনসেক্স ৩৩৩.৩৪ পয়েন্ট উঠেছে। দিনের শেষে সেন্সে থেমেছে ৬৬,৫৯৮.৯১ পয়েন্টে।
নিফটিও তার পাশাপাশি বেশ ঊর্ধ্বমুখী। দিনের শেষে থেমেছে ১৯৮১৯.৯৫ পয়েন্টে। দিনের শেষে শেয়ার বিনিয়োগকারীদের জন্য মুখে হাসি অব্যাহত। তবে দেখা গেল বিএসই ও এনএসির অধিকাংশ সেক্টরই লাভের মুখ দেখেছে। সব থেকে বেশি যে সেক্টর গুলি লাভের মুখ দেখেছে তারা হলো পাওয়ার, ক্যাপিটাল গুডস ও রিয়ালটি।
অপরদিকে নিফটি লাভের তালিকায় রয়েছে ৫০ রিয়ালটি। বরং ক্ষতির মুখে রয়েছে বিএসসির কিছু সেক্টর যেমন বেসিক মেটেরিয়ালস আইটি এফএমসিজি হেলথ কেয়ার। আজকের দিনে সব থেকে উপরে রয়েছে এলটি বাজাজ ফিনসার্ভ ভারতীয় এয়ারটেল টাটা মোটরস এনটিপিসি। কোল ইন্ডিয়া নিফটির তালিকায় রয়েছে সবথেকে শীর্ষ। তারপরে রয়েছে ভারত পেট্রোলিয়াম এনটিপিসি। আগামী দিনে মার্কেট আরো কতটা চাঙ্গা হয় সেটির দিকেই লক্ষ্য বিনিয়োগকারীদের।