Newsbazar24: পরপর দুদিন দাম কমার পর বুধবার সকালে বাজার খুলতেই দাম বাড়ল হলুদ ধাতুর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৬০ টাকা। তবে সোনা ঊর্ধ্বমুখী হলেও দাম কমল রুপোর। বুধবার ১ কেজি রুপোর দাম কমল ৪৫০ টাকা।
বুধবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৩৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,০৮৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৩৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৩,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,০৫০ টাকা