Burdwan News: খাওয়ার সময় মহিলার গলায় বেঁধে সেফটিপিন! অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

Newsbazar24: খাওয়ার সময় গলায় সেফটিপিন আটকে দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল রামপুরহাটের বাসিন্দা শমিতা হালদারের(৬০)। বর্ধমান মেডিক‌্যাল কলেজের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। গত ২৬ এপ্রিলের ঘটনা। দুপুরে বাড়িতে খেতে বসেছিলেন শমিতাদেবী। খেতে খেতে গলায় কিছু আটকে যায়। প্রথমে তিনি হোমিওপ‌্যাথিক ওষুধ কিনে আনেন। তাতেও মেলেনি উপশম। এরপর বর্ধমান মেডিক‌্যাল কলেজে আসলে সেখানে তাঁর এক্স রে করা হলে ধরা পড়ে সেফটিপিন আটকে আছে খাদ‌্যনালির মাঝামাঝি জায়গায়। এরপর প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে বার করা হয় সেফটিপিনটি। চিকিৎসকদের বক্তব্য, শমিতাদেবীর ভাতের থালায় কোনওভাবে সেফটিপিন পড়ে গিয়েছিল। কিন্তু টিভি দেখতে ব‌্যস্ত থাকায় তা খেয়াল করেননি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রিজিড ইসোফেগাসস্কোপি করে বের করা হয় সেফটিপিনটি। এই প্রক্রিয়ায় গলায় একটি সরু টিউব ঢুকিয়ে দেওয়া হয়। যার সামনে থাকে একটি লেন্স। বাইরে স্ক্রিনে দেখা যায় গলার ভিতরের অংশটি। বর্তমানে সুস্হ রয়েছেন তিনি।