Newsbazar 24:গাজোলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে গাজলের পাওয়ার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত বারোটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার খবরে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে। আগুন দ্রুত একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ খবরে জানা যায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ।তবে আগুনে হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায় না। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা যায় আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাওয়ার হাউস।