Newsbazar 24: মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দিল্লির ২ মন্ত্রী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই দুই মন্ত্রী হলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্ৰ জৈন। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত গত বছরের ৩১ মে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে দিল্লির স্বরাষ্ট্র তথা স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে তিহাড় জেলে বন্দি তিনি। আর আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে গত রবিবার রাতে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মণীশ। সেই আর্জি নাকচ করেছে শীর্ষ আদালত। উল্টে দিল্লি হাইকোর্টকে এড়িয়ে কেন সরাসরি শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার ডিভিশন বেঞ্চ।
সূত্রে জানা যায় খুব শীঘ্রই দিল্লি সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে পারে। দায়িত্বে নতুন কাউকে আনা হতে পারে।