Newsbazar24: চেক লেখার সময় প্রত্যেকেই অ্যামাউন্ট লেখার পর ‘অনলি’ শব্দটি লেখেন। কিন্তু কেন চেকে টাকার অঙ্ক লেখার পর ‘অনলি’ শব্দটি লেখা হয়, জানেন কি? আসলে গ্রাহককে নিরাপত্তা দিতেই এই নিয়ম চালু রয়েছে। কোনও ব্যক্তি যদি কোনও পরিমাণ লিখে ‘Only’ শব্দটি না লেখেন, সেক্ষেত্রে ওই অ্যামাউন্টের পরে কোনও পরিমাণ যোগ করে দিতে পারেন কোনও ব্যক্তি। তাই শব্দের শেষে Only শব্দটি লিখতে হয়। যেমন ধরে নিন আপনি কোনও চেকে লিখেছেন ফোর থাউজেন্ড, কিন্তু অনলি শব্দটি লেখেননি। সেক্ষেত্রে কোনও ব্যক্তি ফাইভ থাউজেন্ডের পর নাইনটি নাইন বসিয়ে দিতে পারেন। ফলে ওই ব্যক্তিকে ব্যাংক 99 টাকা বেশি দিতে বাধ্য থাকছে। তাই কোনও ব্যক্তি যাতে প্রতারিত না হতে পারে, সেই কারণেই only শব্দটি লেখার রেওয়াজ চালু রয়েছে।