Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে জড়িয়ে আছে মালদার ১০ মাথার কালী, জানুন বিস্তারিত

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

দশটি পা এবং দশটি মাথা এই মহাকালীর।পাওয়া তথ্য অনুযায়ী পরম্পরা মেনেই প্রায় ৮৯ বছর ধরে পূজিতা হয়ে আসছেন ১০ মাথার এই মহাকালী।

শঙ্কর চক্রবর্তী (news bazar24) : প্রাচীন বাংলার রাজধানী মালদা শহরের ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত গঙ্গা বাগে অনুষ্ঠিত হয় এই দশ মাথার মহাকালীর আরাধনা।কালীপূজার আগের দিন , তিথি অনুযায়ী চতুর্থীর দুপুরে মহা কালীর পূজা সম্পূর্ণ করা হয়।বর্তমানে  ইংরেজ বাজার ব্যায়াম সমিতির উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মহা কালী পূজা। স্থানীয় মানুষদের কথা মত, আজ থেকে বহু বছর আগে ইংরেজদের শাসনকাল থাকাকালীন, ইংরেজদের বিরুদ্ধে লড়তেই এই পূজার সূচনা করা হয়।সেই সময় জেলার কয়েক জন সংগ্রামী মানুষ এই পুজার প্রচলন শুরু করেন।  তাই বাংলার বহু কালী মন্দিরের মতো এই ১০ মাথার কালী আরাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সেই স্বাধীনোত্তর কাল থেকে আজও প্রাচীন পরম্পরায় পূজিতা হয়ে আসছেন ১০ মাথার এই মহাকালী। তান্ত্রিক মতে পূজিতা হন মা। মায়ের পূজাতে শোল মাছের ভোগ চড়ানো হয়। পুজোর পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শিল্পীর বাড়ি থেকে মাকে নিয়ে আসা হয় মন্দিরে। বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র দ্বারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় গোটা শহর জুড়ে। অসংখ্য ভক্ত পা মেলান এই শোভা যাত্রায়। মাকে মন্দিরে নিয়ে আসার পর মায়ের পূজা রীতি-রেওয়াজ মেনে সম্পূর্ণ করা হয়।প্রতিমা থাকে বেশ কয়েকদিন। 

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর