Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এক জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar 24:: কর্তব্যরত অবস্থায় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের  অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনগোলা ব্লকের ১৫৯ নাম্বার ব্যাটালিয়ানে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। 

১৫৯ ব্যাটালিয়ান বামনগোলা ব্লকের খুটাদহ ক্যাম্পের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। হাড়িয়া নদীতে ওই বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানা যায়  মৃত জওয়ানের নাম বিবেক তেওয়ারি(২৯)।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনার পেছনে পাচারকারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ বিএসএফ কর্তাদের‌।

এ বিষয়ে বিএসএফ সুত্রে জানা গিয়েছে ১৫৯ ব্যাটালিয়ান তারকাটা ওপারে হবিবপুর বামনগোলা জুড়ে গরু পাচার চেষ্টা চালায়  বাংলাদেশের পাচারকারীরা।গত শুক্রবার ওই এলাকার হবিবপুরের ঐ ব্যাটালিয়নের  জওয়ানের গুলিতে এক বাংলাদেশী পাচারকারী মৃত্যু হয়। ঠিক তার পরেই সোমবার বামনগোলা ব্লকের খুটাদহ ক্যাম্পের ভারত-বাংলাদেশ সীমান্তে নদীতে এক বিএসএফের জওয়ানের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে । বি এস এফের অনুমান  সোমবার ভোর নাগাদ ওই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ান পাচাকারীদের রুখতে গিয়ে আক্রান্ত হয় এবং নদীতে জলে ডুবিয়ে মেরে ফেলে‌ ।নদী থেকে ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়রা মনে করছেন গরু পাচারের বাধা দেওয়ায় পাচারকারীরাই ওই জাওয়ানকে মেরে নদীর জলে ভাসিয়ে দেয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানে।ওই জাওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের ক্যাম্পে নিয়ে আসে সেখানে তার কফিন বন্দিদেহকে সন্মান জানানোর পরে ওই জওয়ানের দেহ তার বাড়ি পাঞ্জাবের উদ্দেশ্য পাঠানো হয়।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর