Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

কেরলে বাংলার ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু।।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar 24:::কেরলে বাংলার ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। সেখানেই কাজের জন্য গিয়েছিলেন পশ্চিমবঙ্গের চার শ্রমিক। মৃত ওই চার শ্রমিক উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং হরিণঘাটা থানা এলাকার বাসিন্দা।

জানা গেছে ঐ মৃত শ্রমিকদের নাম নজ্যেস আলি, কুদ্দুস মন্ডল, ফয়জুল মন্ডল। মোট ১০ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে কেরলে যান। একটি বহুতল নির্মাণের কাজে যুক্ত হয়েছিলেন তাঁরা। সেখানেই পিলার তৈরি করার জন্য মাটিতে গর্ত খুঁড়তে নেমেছিলেন প্রায় ৬-৭ জন শ্রমিক।

কিন্তু হঠাত্‍ই  ঐ জায়গায় ধ্বস নামে। তাদের উপর হুড়মুড়িয়ে মাটি পড়ে।অচিরেই তারা মাটিতে চাপা পড়ে যান । তাদের চিত্‍কার অন্য কর্মীদের কাছে গিয়ে পৌঁছতে পারেনি। অবশেষে শ্রমিকদের কোন সাড়াশব্দ না পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নিরাপত্তাকর্মীরা। এসে দেখেন কাদার ধসে আটকে রয়েছে কর্মরত শ্রমিকরা।সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করার কাজ শুরু করা। খবর দেওয়া হল দমকলেকে। কিন্তু উদ্ধার করার আগেই ওই কাদার তলায় চাপা পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৪ জন শ্রমিকের।

তারপর ঐ শ্রমিকদের বাড়িতে খবর দেওয়া হয়। এই খবর পাওয়ার পর শোকের ছায়া নেমেছে ওই চার জন শ্রমিকের পরিবারে। নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতদের পরিবারের। তাদের পরিবারের আরও অভিযোগ, এখানে কোন কাজ না পাওয়াতে কেরলে কাজের জন্য চলে যেতে বাধ্য হয়েছে ।আর সেখানে গর্তে নামার পর কাদা চাপা পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর