Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

করোনার বিধি-নিষেধ আবারো কিছুটা শিথিল করা হল, কোন কোন ক্ষেত্রে জানতে পড়ুন।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

newsbazar24:: করোনা পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারো বিধিনিষেধ কিছুটা শিথিল করা হল। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত দুই দিনে  করোনা সংক্রমণ অনেকটা কমেছে । এই পরিস্থিতিতে সোমবার নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে কিছু কিছু ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করা হয়েছে। এবারে রয়েছে জিম আউটডোর শুটিংও যাত্রা পালা।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করা হয়েছে ।আগামিকাল অর্থাত্‍ ১৮ জানুয়ারি থেকে রাজ্যে  জিম খোলা যাবে। তবে ৫০ শতাংশ লোক নিয়ে তা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকাকরণ সম্পূর্ণ অথবা কোভিদ আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।। কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। রাত ৯ টার মধ্যে বন্ধ করতে হবে জিম।

যাত্রাপালা প্রদর্শন:  আউটডোর বা খোলা জায়গায় যাত্রা হলে মোট আসনের ৫০ শতাংশ দর্শক ঢোকায় ছাড় থাকছে। ইন্ডোর বা ঘেরা প্রেক্ষাগৃহে যাত্রা হলে সেখানে সর্বাধিক ২০০ জন বা আসন সংখ্যার ৫০ শতাংশ, যেটি কম হবে তা মানতে হবে। এছাড়াও আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও ছাড় দিয়েছে রাজ্য। তবে সেক্ষেত্রে কড়াভাবে পালন করতে হবে কোভিড বিধি।

তবে পুরনো নিয়ম মেনেই বন্ধ থাকছে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিসে হাজিরা থাকছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। নিয়ম মেনে খুলবে শপিং মল, বার-রেস্তরাঁ, সিনেমা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে পার্লারও।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর