Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

আবারও লোকালয়ে বাঘের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি, কোথায় জানতে পড়ুন।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

নিজস্ব সংবাদদাতা দক্ষিণ 24 পরগনা, newsbaxar 24 ::আবার ও লোকালয়ে সুন্দরবনের বাঘ (রয়েল বেঙ্গল টাইগার।) বাঘের অতর্কিত হামলায় গুরুতর আহত এক চাষী। জানা গেছে আহত চাষির নাম ছয়রাপ কারিগর । ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠাখলী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘের হামলায় আহত ওই ব্যক্তি ওইদিন তাঁর ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন ।

রায়মঙ্গল নদীর তীরে ঘাস কাটছিলেন । অতর্কিতে একটি বাঘ তার ওপর চড়াও হয়। অনুমান করা হচ্ছে রায়মঙ্গল নদীর ওপারে জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে এপারে উঠেছিল বাঘটি। বাঘের সঙ্গে বেশ কিছুক্ষণ লড়াই চালান । অবশেষে বাঘের হাত থেকে নিজেকে মুক্ত করে গ্রামে আসেন তিনি । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, বিগত মাস কয়েকের মধ্যে এভাবেই লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর ছড়িয়েছে। কখনও এই হামলায় প্রাণ গেছে কারোর, আবার কখনও জখম হয়েছেন কেউ কেউ। ক্রমাগত এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, বিগত মাস কয়েকের মধ্যে এভাবেই বেশ কয়েকবার লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে। কখনও এই হামলায় প্রাণ গেছে কারোর, আবার কখনও জখম হয়েছেন কেউ কেউ। ক্রমাগত এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর