news bazar24: TVS এর নতুন বাইকের লাঞ্ছিং অনুষ্ঠান মালদায় । কেক কেটে ১২৫ সি সির নতুন বাইক এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদার শোরুমের ডিরেক্টর রঞ্জিত মুসাদ্দি ও গোপাল মুসদ্দি। এদিন সন্ধ্যায় অত্যাধুনিক ফিচারসহ নতুন বাইক কিনতে ভিড় জমিয়েছিলেন গ্রাহকরা। এদিন প্রথম চার গ্রাহকের হাতে মোটর বাইকের চাবি এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এদিকে রঞ্জিত বাবু জানিয়েছেন, এই বাইক সবচাইতে আধুনিক মডেল গুলির মধ্যে অন্যতম। আছে অনেক ডিজিটাল ফিচার। ইতিমধ্যেই উদ্বোধনের পরই চারটি মোটর বাইক বিক্রি হয়ে গিয়েছে । আছে ব্যাঙ্ক এর মাধ্যমে কিস্তির সুবিধা।
ব্যবসা
Post your comments about this news