Train cancel::দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল,কবে জানতে পড়ুন - Newsbazar24
বীরভূম -বর্ধমান

Train cancel::দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল,কবে জানতে পড়ুন

Train cancel::দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল,কবে জানতে পড়ুন

newsbazar 24 desk:-দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল এবং বেশকিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে।

জানা গেছে খড়গপুর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের প্রয়োজনে আগামী ২১ মে ও ২২শে মে বাতিল হল একাধিক দূরপাল্লার ট্রেন পাশাপাশি বেশকিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে।

শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খড়গপুর-হিজলি'র থার্ড লাইনে এই কাজের প্রয়োজনে ২১ এবং ২২ মে খড়গপুর স্টেশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সেজন্য আপ এবং ডাউন লাইনে বাতিল করা হয়েছে ৩০টি ট্রেনের যাত্রা। 

আগামী ২২ মে আপ এবং ডাউনে যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-রাঁচি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, দিঘা-আসানসোল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর এক্সপ্রেস, খড়গপুর-রাঁচি মেমু এক্সপ্রেস এবং আরও কয়েকটি ট্রেন। সেই সঙ্গে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে আপ এবং ডাউনে ছয়টি দূরপাল্লার ট্রেনের।

NewsDesk - 3

aappublication@gmail.com

Newsbazar24 Reporter

Post your comments about this news