newsbazar 24 desk:-বহরমপুরে মালদহের কলেজ ছাত্রী খুনে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার রাতে মালদায় নিয়ে আসে মুর্শিদাবাদ পুলিশের তদন্তকারী দল। অভিযুক্তকে নিয়ে শহরের একাধিক এলাকায় যান তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি সুশান্ত যে চাকুটি খুনের কাজে ব্যবহার করেছিল সেটি যে দোকান থেকে কিনেছিল তার মালিককেও জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ সূত্রে জানা যায় , সুতপা কে খুন করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছিল। ফলে খুনের সমস্ত রকম ব্যবস্থা সে নিয়ে রেখেছিল। এ ছাড়াও পুলিশ আরও জানতে পেরেছে, মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে ২০১৭ সালে মালদা মহিলা থানায় সুশান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সুতপার পরিবার। বৃহস্পতিবার রাতে তদন্ত সেরে মালদা ছাড়ে তদন্তকারী দলটি ।
ছবিতে যে দোকান থেকে খুনের কাজে ব্যবহৃত ছুরি কিনেছিল সেই দোকান কে চিহ্নিত করছেন অভিযুক্ত সুশান্ত সাহা
Post your comments about this news