Newsbazar 24: মুম্বাইএ ভয়াবহ আগুন !শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আন্ধেরি ওয়েস্টের স্টার বাজার এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায় অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থলের চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মহালক্ষ্মী এস্টেটের পাশে থাকা চিক্রকূট স্টুডিয়োর আশেপাশে মেঘের মতো কালো ধোঁয়া দেখা গিয়েছে।
মুম্বই ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, "আন্ধেরি পশ্চিমের স্টার বাজার এলাকার লিঙ্ক রোডে বিকেল সাড়ে ৪টের সময় লেভেল ২ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ১০০০ স্কোয়ার ফুট এলাকার একটি দোকানে আগুন লেগেছিল। ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কয়েকজন। তাদেরকে বোম্বাইয়ের কুপার হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়। আগুনে পুড়ে ৩২ বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Post your comments about this news