newsbazar 24 desk:- সাপে কাটা রূগী সঠিক সময়ে সাপে কাটার প্রতিষেধক সহ সঠিক চিকিৎসা পেলে সুস্থ হন তা আর আরেকবার প্রমান করলেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা।
জানা যায় হবিবপুর ব্লকের দাল্লা গ্রামের পপি বিশ্বাস (৩২) নামক এক গৃহবধূকে বিষধর সাপে কামড়ে ছিল গত মঙ্গলবার। এরপর দেরি না করে রাতেই ওই গৃহবধূকে মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিষেধক সহ সুষ্ঠু চিকিৎসা পরিসেবায় সাপে কাটা ওই গৃহবধূ বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এব্যাপারে ওই গৃহবধূ মেডিকেল কলেজের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
মালদহের সর্পপ্রেমী নিতাই হালদার এ প্রসঙ্গে বলেন , বিষধর সাপ কামড়ালে নিকটবর্তী সরকারি চিকিৎসা কেন্দ্রে গেলে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। কিন্তু অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে গুণী , ওঝাদের দ্বারস্থ হচ্ছেন। এটা ঠিক নয়। ওই গৃহবধূ সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে সাপে কাটার প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজেও মজুত রয়েছে। সর্পাঘাতে আক্রান্ত রোগীদের সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে।
Post your comments about this news