Newsbazar 24 :-ইংরেজবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার এক ফেন্সিডিল পাচারকারী। পুলিশ সূত্রে জানা যায় ধৃত পাচারকারীর নাম নাজিম সেখ। বাড়ি কালিয়াচকের গয়েশবাড়ি এলাকায়। আরো জানা গেছে এই ফেনসিডিল পাচার চক্রের মূল হোতা ধৃত এই ব্যক্তি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, কয়েকদিন আগে ৯০০ বোতল ফেনসিডিল সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত দের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে উঠে আসে পাচার চক্রের মূল পান্ডা নাসিম শেখের নাম। রবিবার রাতে কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় নাসিম শেখকে। সূত্র মারফত জানা গিয়েছে, নাসিম শেখ বেনারস ও উত্তরপ্রদেশে ফেনসিডিল পাচারচক্রের সঙ্গে জড়িত।
Post your comments about this news